2019 সালের শেষে 5G স্মার্টফোন লঞ্চ করবে Huawei এর সাব ব্র্যান্ড Honor। সাঙ্ঘাই তে এই ঘোঢনা করেছেন কোম্পানির প্রধান। Honor ফ্ল্যাগশিপ ফোনে থাকবে ফ্ল্যাগশিপ কনফিগারেশন। Honor জানিয়েছে আগামী বছর বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাবে 5G স্মার্টফোন। তার আগেই বাজারে আসছে কোম্পানির প্রথম 5G স্মার্টফোন।
Honor জানিয়েছে 2019 সালের শেষে কোম্পানির প্রথম 5G স্মার্টফোন বাজারে আসবে। তবে এই ফোনের দাম সম্পর্কে কোন মন্তব্য করেনি চিনের কোম্পানিটি। ফ্ল্যাগশিপ সেগমেন্টে এই ফোন লঞ্চ করবে honor। কোম্পানি জানিয়েছে 2020 সালের মধ্যে 10 কোটি স্মার্টফোন বিক্রি হবে।
সম্প্রতি বিভিন্ন কারনে সংবাদের শিরোনামে থেকেছে Huawei। পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক বাজারে আসার আগে চিনের কোম্পানিটি অন্যতম প্রধান ভুমিকা নেভে বলেই মনে করছেন টেক গুরুরা। তবে ট্রাম্প সরকারের সিদ্ধান্তে Huawei এর 5G ব্যবসায় কোন প্রভাব পরেনি বলে জানিয়েছে কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন