মঙ্গলবার ভারতে লঞ্চ হল নতুন Infinix S5। নয় হাজার টাকার কম দামে এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সেলফি তোলার জন্য ব্যবহার হয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা। Infinix S5 এর ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। লঞ্চের সময় এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে।
64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X2 Pro
Infinix S5 এর দাম 8,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। দুটি রঙে নতুন ফোন বিক্রি করবে Infinix। 21 অক্টোবর দুপুর 12 টায় Flipkart থেকে নতুন বাজেট স্মার্টফোনটি বিক্রি শুরু হবে।
OnePlus এর থেকেও কম দামে বাজারে আসছে নতুন iPhone
ডুয়াল সিম Infinix S5 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির XOS 5.5 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Infinix S5 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Infinix S5 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Infinix S5 ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ফোনে এক চার্জে 18.8 ঘণ্টা 4G টকটাইম আর 32 ঘণ্টা মিউজিক প্লে ব্যাক পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন