iPhone ও iPad এর পরবর্তী অপারেটিং সিস্টেম iOS 12 এর ঘোষনা করল অ্যাপেল। সোমবার WWDC 2018 এর প্রথম দিনেই এই ঘোষনা করেছে কোম্পানি। সফটওয়ার স্টেবিলিটির সাথেই একগুচ্ছ নতুন ফিচার যোগ হয়েছে নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমে। কোম্পানি জানিয়েছে যে ডিভাইসগুলিতে iOS 11 সাপোর্ট করে সব ডিভাইসেই পৌঁছে যাবে iOS 12 আপোদেট। তবে আপাতত শুধুমাত্র ডেভেলপারদের জন্যই পাওয়া যাবে নতুন iOS 12। অ্যাপেল এর ডেভেলপার পোর্টালে গিয়ে এই আপডেট ডাউনলোড করা যাবে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন iPhone লঞ্চের সময় সাধারন মানুষের ফোনে এই আপডেট পৌঁছাবে।
Siri Shortcut
নতুন এই অপারেটিং সিস্টেমে আপডেট হয়েছে কোম্পানির ডিজিটাল অ্যাসিস্টেন্ট Siri। এবার থেকে আরও ভালো ভাবে কাজ করবে Siri। যেমন ধত্রুন Siri আপনার সব ইমেল ও মেসেজ পড়ে সেখান থেকে আপনাকে সব মিটিং ও ইভেন্টের কথা নিজে তজেকেই মনে করিয়ে দেবে। নতুন Shortcut অ্যাপ দিয়ে অ্যাকশান কাস্টোমাইজ করা যাবে। এছাড়াও একাধিক অ্যাপ থেকে একাধিক অ্যাকশান একসাথে একটি বোতাম চিপে বা ভয়েস কমান্ডের মাধ্যমে করতে পারবে Siri। এর ফলেই ডেভেলপাররা তাদের অ্যাপ এর শর্টকাট Siri তে যোগ করে দিতে পারবেন।
AR ও ARKit 2.0
iOS 12 এ অন্যতম বড় বড় বদল এসেছে অগমেন্টেড রিয়ালিটিতে। নিজেদের নতুন ARKit 2.0 ফ্রেমওয়ার্ক লঞ্চ করেছে কোম্পানি। এর মাধ্যমেই একাধিক ইউজার একই পরিবেশে একই ভার্চুয়াল স্পেশ শেয়ার করতে পারবে। এছাড়াও এই টুল দিয়ে ফেস ট্র্যাকিং, রিয়ালেস্টিক রেন্ডারিং, থ্রিডি অবজেক্ট ডিটেকশানের মতো ফিচার যোগ করেছে অ্যাপেল।
Photos
iOS 12 আপডেটে নতুন ফিচার যোগ হবে Photos অ্যাপ এ। এবার থেকে গুরুত্বপূর্ণ জায়গা বা ইভেন্টের ছবি নিজে থেকেই খুঁজে দেবে এই অ্যাপ। এছাড়াও এই একই দিনে আগের বছরগুলিতে কি করেছিলেন একটি নতুন ট্যাবে তা মনে করিয়ে দেবে Photos অ্যাপ। এছাড়াও ক্যামেরা রোল এ উন্নতি করা হয়েছে।
অ্যাপ আপডেট
Apple News আপডেট করা হয়েছে iOS 12 এ। এবার থেকে একটি নতুন ব্রাউজিং ট্যাব থাকবে এই অ্যাপ এ। এছাড়াও iPad এ যোগ হয়েছে নতুন সাইডবার।
iOS 12 এর Stocks অ্যাপ এও বিশাল আপডেট এসেছে। এবার থেকে Stocks অ্যাপ এ সাপোর্ট করবে Apple News। এছাড়াও iPad এর জন্য এবার থেকে Stocks অ্যাপ টি পাওয়া যাবে।
iBooks অ্যাপ এর ডিজাইন সম্পূর্ণ ভাবে বদলে দিয়েছে অ্যাপেল। এবার থেকে Apple Books নামে পাওয়া যাবে এই অ্যাপ।
CarPlay
এবার থেকে ইন কার সফটওয়ার CarPlay থার্ড পার্টি নেভিগেশান অ্যাপ সাপোর্ট করবে। অর্থাৎ এবার থেকে Apple Maps এর পরিবর্তে CarPlay তে Google Maps ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা।
মেসেজেস
Animoji এর সাপোর্টে একাধিক মজাদার ফিচার যোগ হচ্ছে ডিফিল্ট মেসেজিং অ্যাপ এ। এছাড়াও একাধিক নতুন Animoji চরিত্র যোগ করেছে অ্যাপেল।
Memoji
iOS 12 এ নতুন এই ফিচার যোগ হয়েছে। এর মাধ্যমে iPhone X এ থ্রিডি ইমোজি কাস্টোমাইজ করা যাবে।
ডু নট ডিসটার্ব, স্ক্রিন টাইম
গ্রাহকদের স্মার্টফোন ও ট্যাবলেট ব্যাবহার করমাতে সাহায্য করার জন্য নতুন টুল এনেছে অ্যাপেল। এর মাধ্যমে ঘুমাতে যাওয়ার সময় আপনাকে কোন নোটিফিকেশান বিরিক্ত করবে না। এছাড়াও রোজ সকালে সুপ্রভাত জানাতে ভুলবে না আপনার সখের ফোন বা ট্যাবলেটটি।
এছাড়াও আপনি কত সময় আপনার ফোন ও ট্যাবলেটের পিছনে খর করলেই ক্রিন টাইমের মাধ্যমে তা জানিয়ে দেবে নতুন iOS 12। কতক্ষণ ফোন ব্যাবহার করেছেন বা কত সময় অন্তর ফোন ব্যাবহার করেছেন এই সব পরিসংখ্যান থাকবে নতুন এই ফিচারে।
নোটিফিকেশান
এবার থেকে লক স্ক্রিনে কোন অ্যাপ এর নোটিফিকেশান আপনি দেখতে চান তা সিলেক্ট করতে পারবেন। এছাড়াও যে অ্যাপ আপনি খুবই কম ব্যাবহার করেন সেই অ্যাপ এর নোটিফিকেশান নিজে থেকেই সরিয়ে দেবে Siri। আর অবশেষে এবার থেকে গ্রুপ নোটিফিকেশান পাওয়া যাবে iOS 12 এ।
Group FaceTime
iOS 12 এ FaceTime এ গ্রুপ ভিডিও কলিং করতে পারবেন গ্রাহকরা। একসাথে 32 জন একসাথে গ্রুপ ভিডিও কলে যোগ দিতে পারবেন।
প্রাইভেসি ও সিকিউরিটি
Safari ব্রাউজারে নতুন ইন্টিলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশান ফচার যোগ হয়েছে। এর ফলে ওয়েবসাইট আপনার অনলাইন অ্যাকটিভিটি ট্র্যাক করতে পারবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন