Photo Credit: Justin Sullivan/ Getty Images North America/ AFP
সেপ্টেম্বর মাসে তিনটি নতুন iPhone লঞ্চ করেছিল Apple। শুক্রবার ভারতে iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max বিক্রি শুরু হল। অনলাইনে Amazon, Flipkart আর Paytm Mall থেকে নতুন iPhone মডেলগুলি বিক্রি শুরু হয়েছে।। এছাড়াও অফলাইনে কোম্পানির অথোরাইজড রিটেলারদের কাছে এই ফোন পাওয়া যাবে। iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। এই তিন ফোনের ভিতরেই থাকছে A13 Bionic চিপ।
108MP ক্যামেরা নিয়ে আসছে Samsung Galaxy S11: থাকবে 5x অপ্টিকাল জুম
64GB স্টোরেজে iPhone 11 এর দাম 64,900 টাকা। 128GB আর 256GB স্টোরেজে এই ফোন কিনতে 69,900 টাকা আর 79,900 টাকা খরচ হবে। iPhone 11 Pro এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 64GB স্টোরেজ। যদিও 256GB আর 512GB স্টোরেজে iPhone 11 Pro কিনতে 1,13,900 টাকা আর 1,31,900 টাকা খরচ হবে। 64GB স্টোরেজে iPhone 11 Pro Max এর দাম 1,09,900 টাকা। 256GB আর 512GB স্টোরেজে এই ফোন কিনতে 1,23,900 টাকা আর 1,41,900 টাকা খরচ হবে।
ছ'টি রঙে পাওয়া যাবে iPhone 11। বেগুনি, সাদা, সবুজ, হলুদ, কালো এবং লাল রঙে পাওয়া যাবে এই ফোন। অন্যদিকে মিডনাইট গ্রিন, স্পেস গ্রে, সিল্ভার আর গোল্ড কালারে পাওয়া যাবে iPhone 11 Pro আর iPhone 11 Pro Max।
চোখ ধাঁধানো ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus 7T: দাম ও স্পেসিফিকেশন
iPhone 11 এ থাকছে একটি 6.1 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি A13 Bionic চিপ। কোম্পানির দাবি এই স্মার্টফোন চিপে রয়েছে বিশ্বের ‘দ্রুততম সিপিইউ' আর ‘দ্রুততম জিপিইউ'। iPhone 11 এ চলবে iOS 13 অপারেটিং সিস্টেম।
iPhone 11 ফোনের সবথেকে বড় আপগ্রেড হয়েছে ক্যামেরা বিভাগে। iPhone XR ফোনের পিছনে একটি ক্যামেরা ব্যবহার হলেও iPhone 11 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 12 মেগাপিক্সেল ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। থাকছে HDR, নাইট মোড আর উন্নত পোট্রেট মোড। 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ভিডিও তোলা যাবে এই ক্যামেরায়। সেলফি তোলার জন্য iPhone 11 এ থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় থাকছে স্লো-মো ভিডিও ফিচার।
Apple জানিয়েছে iPhone 11 ফোনে iPhone XR এর থেকে এক ঘন্টা বেশি ব্যাক আপ পাওয়া যাবে। iPhone 11 ছাড়াও মঙ্গলবার iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোন লঞ্চ করেছে Apple।
স্মার্টটিভির দুনিয়ায় বিপ্লব, এসে গেল OnePlus TV: পুজোর আগেই শুরু বিক্রি
Apple জানিয়েছে iPhone 11 Pro আর iPhone 11 Pro Max কোম্পানির সবথেকে ‘শক্তিশালী' আর ‘উন্নত' স্মার্টফোন। এই দুই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে রয়েছে একটি 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে A13 Bionic চিপ। IP68 সার্টিফায়েড এই দুই ফোনে জল ও ধুলতে কোন ক্ষতি হবে না।
iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনের পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা। এই দুই ফোনের পিছনে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা।
চলতি সপ্তাহে ধামাকা সেল নিয়ে আসছে Amazon আর Flipkart: সেরা অফারগুলি দেখে নিন
iPhone 11 Pro ফোনে iPhone XS এর থেকে 4 ঘন্টা বেশি ব্যাক আপ পাওয়া যাবে। iPhone 11 Pro Max ফোনে iPhone XS Max এর থেকে 5 ঘন্টা বেশি ব্যাক আপ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন