অবশেষে ভারতে লঞ্চ হল OnePlus 7T। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল OnePlus। OnePlus 7T ফোনের ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমা্রি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট। জলদি এই ফোন চার্জ করার জন্য বিশেষে Wrap Charge 30T প্রযুক্তি ব্যবহার হয়েছে। OnePlus 7T ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই প্রথম Android 10 অপারেটিং সিস্টেম সহ স্মার্টফোন লঞ্চ হল।
OnePlus 7T এর দাম্ শুরু হচ্ছে 37,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ। 8GB RAM আর 256GB স্টোরেজে OnePlus 7T কিনতে 39,999 টাকা খরচ হবে। 28 সেপ্টেম্বর Amazon.in আর OnePlus.in থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
OnePlus 7T ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
ডুয়াল সিম OnePlus 7T ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে Oxygen OS স্কিন চলবে। এই ফোনে 6.55 ইঞ্চি fluid AMOLED ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট, 8GB RAM আর 128GB অথবা 256GB UFS 3.0 স্টোরেজ।
চলতি সপ্তাহে ধামাকা সেল নিয়ে আসছে Amazon আর Flipkart: সেরা অফারগুলি দেখে নিন
OnePlus 7T ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2x অক্টিকাল জুম সহ টেলিফটো ক্যামেরা। কম আলোতে ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড। ভিডিও তোলার জন্য থাকছে বিশেষ স্টেবিলাইজেশন। সেলফি তোলার জন্যব এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।
OnePlus 7T ফোনে একটি 3,800 mAh ব্যাটারি থাকছে। চলদি এই ব্যাটারি চার্জ করতে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই প্রথম কোন OnePlus ফোনে Warp Charge 30T ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হল।
আজ একই ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro। এই দুই টিভিতেই থাকছে একটি 55 ইঞ্চি 4K QLED ডিসপ্লে। OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro তে লেটেস্ট Android TV 9.0 অপারেটিং সিস্টেম চলবে। ভারতে শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে নতুন OnePlus TV।
ছবি: Amazon.in / OnePlus
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন