ভারতে iPhone 8 ও iPhone 8 Plus বিক্রি বন্ধ করে দিল Apple। আপাতত শুধুমাত্র 64GB স্টোরেজে এই ফোন বিক্রি বন্ধ হয়েছে। যদিও স্টক শেষ হওয়ার আগে পর্যন্ত এই ফোন কেনা যাবে। অন্যদিকে 128GB স্টোরেজে iPhone 8 Plus বিক্রি চলতে থাকবে। একই সঙ্গে iPhone 7 বিক্রি চলতে থাকবে।
এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল iPhone SE (2020)। এই ফোনে লেটেস্ট A13 চিপ ব্যবহার হলেও থাকছে iPhone 8-এর ডিজাইন। এমনকি iPhone 8-এর কেস নতুন iPhone SE-তে ব্যবহার করা যাবে। সেই কারণেই 64GB স্টোরেজে iPhone 8 ও iPhone 8 Plus বিক্রি বন্ধ করে দিল মার্কিন কোম্পানিটি।
লকডাউন শেষ হলেই ভারতে নতুন iPhone SE বিক্রি শুরু করবে Apple। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 42,500 টাকা থেকে।
লকডাউন শেষ হলেই বাজারে আসবে এই স্মার্টফোনগুলি
iPhone SE ও iPhone 8 Plus (128GB) ছাড়াও ভারতে iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pri Max, iPhone X সিরিজ ও iPhone 7 বিক্রি চালিয়ে যাবে Apple। 32GB স্টোরেজে iPhone 7-এর দাম শুরু হচ্ছে 31,500 টাকা থেকে। 128GB স্টোরেজে এই ফোন কিনতে 36,800 টাকা খরচ হবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
iPhone SE (2020) ও iPhone 8-এ একই ডিজাইন ও তুলনামূলক স্পেসিফিকেশন থাকার কারণেই ভারতে iPhone 8 বিক্রি বন্ধ হল। iPhone SE (2020)-তে থাকছে A13 বায়োনিক চিপ, 12 মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট IP67 সার্টিফিকেশন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন