iPhone SE 2 এর পরিবর্তে iPhone 9 নামে নতুন ফোন লঞ্চ করতে পারে Apple। 4.7 ইঞ্চি ডিসপ্লের এই ফোনে থাকবে 3GB RAM। 399 মার্কিন ডলার দামে লঞ্চ হতে পারে নতুন এই ফোন।
iPhone SE 2 থেকে ফেস আইডি এর মতো প্রিমিয়াম ফিচার বাদ যাবে। পরিবর্তে এই ফোনে পুরনো টাচ আইডি ব্যবহার করবে Apple। ফেস আইডি না থাকার কারনে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না।