2020 সালের মার্চ মাসে লঞ্চ হবে iPhone SE 2। মধ্যবিত্ত গ্রাহকের কথা মাথায় রেখে তুলনামূলক কম দামে এই ফোন লঞ্চ করবে Apple। মার্চ মাসে লঞ্চ হলেও জানুয়ারি মাস থেকেই iPhone SE 2 উৎপাদন শুরু করবে Apple। সম্প্রতি Apple বিশ্লেষক মিং-চি কুও এই তথ্য প্রকাশ করেছেন।
কুও জানিয়েছেন iPhone 8 এর মতো দেখতে হবে iPhone SE 2। বিশ্বব্যাপী যে সব গ্রাহক এখনও iPhone 6 আর iPhone 6S এর মতো পুরনো iPhone মডেল ব্যবহার করছেন মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই ডিজাইন হচ্ছে নতুন iPhone SE 2।
সম্প্রতি কুও জানিয়েছিলেন iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ থাকছে। এই ফোনে থাকছে 3GB LDDR4X RAM। 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যাবে iPhone SE 2। স্পেস গ্রে, সিলভার আর রেড কালারে পাওয়া যাবে এই ফোন।
কুও জানিয়েছিলেন 399 মার্কিন ডলারে লঞ্চ হবে iPhone SE 2। কয়েক বছর আগে একই দামে লঞ্চ হয়েছিল iPhone SE। তিনি বলেন যে সব গ্রাহক এখনও iPhone 6 অথবা iPhone 6S ব্যবহার করছেন মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোন বাজারে আনছে Apple। iPhone SE 2 ফোনে এজ-টু-এজ ডিসপ্লে থাকবে না। বদলে iPhone 8 এর মতো ডিজাইন ব্যবহার হবে।
এছাড়াও তিনি জানিয়েছেন iPhone SE 2 ফোনে একটি 4.7 ইঞ্চি LCD ডিসপ্লে ব্যবহার হবে। সম্প্রতি সব iPhone থেকে টাচ আইডি আর হোম বাটন বাদ গিয়েছিল। তবে iPhone SE 2 তে টাচ আইডি আর হোম বাটন ফিরে আসছে। লঞ্চের সময় এই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। 2020 সালের মার্চ মাসের আগে লঞ্চ হবে iPhone SE 2।
2020 সালে বিশ্বব্যাপী 3-4 কোটি iPhone SE 2 বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে Apple।
আরও পড়ুন:
কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন