iPhone 11 এর দাম শুরু হচ্ছে 64,900 টাকা থেকে। অন্যদিকে iPhone 11 Pro এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। 27 সেপ্টেম্বর ভারতে বিক্রি শুরু হচ্ছে iPhone 11 সিরিজ।
2019 সালে iPhone 11 সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। তিন ফোনের ভিতরে থাকবে লেটেস্ট A13 চিপ। তিনটি স্মার্টফোনের মধ্যে দুটি ফোনে OLED ডিসপ্লে থাকছে আর একটি ফোনে থাকবে LCD ডিসপ্লে।
লঞ্চের আগে এই বছর মোট 10 কোটি iPhone XR বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছিল Apple। কিন্তু বিক্রির বহর দেখে মোট iPhone XR তৈরীর লক্ষ্যমাত্রা 3 কোটি কমিয়ে মোট 7 কোটি ফোন তৈরীর সিদ্ধান্ত নিয়েছে কুপারটিনোর কোম্পানিটি। সম্প্রতি লঞ্চ হওয়া Huawei Mate 20 সিরিজের তিনটি ফোন বিশ্বব্যাপী iPhone XR বিক্রি কমিয়েছে।