Photo Credit: Justin Sullivan / Getty Images North America / AFP
গত সপ্তাহে লঞ্চ হয়েছে iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই তিন ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 20 সেপ্টেম্বর সেই দেশে বিক্রি শুরু হবে iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। এবার লগ্নিকারীদের একটি চিঠি থেকে Apple বিশেষজ্ঞ মিং চি কুও জানিয়েছেন প্রি-অর্ডারে iPhone 11 আর iPhone 11 Pro প্রত্যাশা ছাড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে কেন এই দুই ফোনের চাহিদা বাড়ছে জানিয়েছেন কুও।
9to5Mac ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে মিং চি কুও সম্প্রতি প্রকাশিত এই চিঠি সম্পর্কে জানিয়েছেন। অনলাইনে প্রি-অর্ডারের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। কুও জানিয়েছে মিডনাইট গ্রিনের মতো নতুন রঙে iPhone 11 Pro ফোনের চাহিদা বাড়ছে। জনপ্রিয় হয়েছে পার্পল ও গ্রিন কালালে iPhone 11।
রিপোর্টে আরও বলা হয়েছে মার্কিন যুক্ত্ররাষ্টে iPhone 11 Pro এর চাহিদা তুঙ্গে। অন্যদিকে চিনে তুলনামুলক কম দামের iPhone 11 এর চাহিদা আকাশছোঁয়া। পুরনো আইফোন এক্সচেঞ্জ করে আর নো কস্ট ইএমআই এর মাধ্যমে সহজে iPhone 11 সিরিজ কেনার সুবিধা থাকায় চাহিদা বাড়ছে নুতুন ফোনের।
ভারতে iPhone 11 এর দাম শুরু হচ্ছে 64,900 টাকা থেকে। অন্যদিকে iPhone 11 Pro এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। 27 সেপ্টেম্বর ভারতে বিক্রি শুরু হচ্ছে iPhone 11 সিরিজ।
iPhone 11 স্পেসিফিকেশন
iPhone 11 এ থাকছে একটি 6.1 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি A13 Bionic চিপ। iPhone 11 এ চলবে iOS 13 অপারেটিং সিস্টেম।
iPhone 11 এ থাকছে লিকুইড রেটিনা ডিসপ্লে
iPhone 11 ফোনের সবথেকে বড় আপগ্রেড হয়েছে ক্যামেরা iPhone 11 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 12 মেগাপিক্সেল ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। থাকছে HDR, নাইট মোড আর উন্নত পোট্রেট মোড। 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ভিডিও তোলা যাবে এই ক্যামেরায়। সেলফি তোলার জন্য iPhone 11 এ থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় থাকছে স্লো-মো ভিডিও ফিচার।
iPhone 11 Pro স্পেসিফিকেশন
iPhone 11 Pro ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। iPhone 11 একটি 5.8 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে A13 Bionic চিপ। IP68 সার্টিফায়েড এই ফোনে জল ও ধুলতে কোন ক্ষতি হবে না।
চারটি রঙে পাওয়া যাবে iPhone 11 Pro
iPhone 11 Pro পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ফোনের পিছনে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য iPhone 11 Pro ফোনে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন