সব ঠিক থাকলে চলতি মাসেই লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro। এই দুই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। সম্প্রতি কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপের ক্যামেরায় তোলা ছবি প্রকাশ করেছে Xiaomi। ছবিতে এই ক্যামেরার দুর্দান্ত জুম-কে গুরুত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অন্য এক পোস্টে এক Xiaomi জানিয়েছেন LPDDR5 RAM সহ লঞ্চ হবে Mi 10।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছেন Xiaomi-র ভাইস প্রেসিডেন্ট লু ওয়েবিং। ছবি পোস্ট করার সময় Mi 10 ক্যামেরার প্রসঙ্গ উল্লেখ করেননি লু। যদিও বিভিন্ন কমেন্টের রিপ্লাই থেকে জানা গিয়েছে শেয়ার করা ছবি Mi 10 ক্যামেরায় তোলা। এই ক্যামেরায় থাকবে একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও জুম করা ছবিটি একটি অপটিকাল জুম ক্যামেরায় তোলা।
লঞ্চের আগেই আবার ফাঁস হল Samsung Galaxy M31 -এর স্পেসিফিকেশন
সোশ্যাল মিডিয়ায় অন্য এক পোস্টে Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন LPDDR5 RAM সহ লঞ্চ হবে Mi 10। এই প্রথম LPDDR5 RAM সহ কোন স্মার্টফোন লঞ্চ হবে। এর ফলে ডেটা ব্যবহারের গতি 50 শতাংশ বাড়বে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi -র ফ্ল্যাগশিপ সিরিজের পরবর্তী দুটি ফোন Mi 10 ও Mi 10 Pro। গত বছর Xiaomi জানিয়েছিল Snapdragon 865 চিপসেট সহ এই দুই ফোন বাজারে আসবে। এর পর একাধিক রিপোর্টে Mi 10 ও Mi 10 Pro সম্পর্কে বিভিন্ন তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। সম্প্রতি চিনে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছে 13 ফেব্রুয়ারি এই দুই ফোন লঞ্চ করতে পারে বেজিংয়ের কোম্পানিটি। লঞ্চের পরেই 14 ফেব্রুয়ারি বিক্রি শুরু হতে পারে Mi 10। অন্যদিকে Mi 10 Pro বিক্রি শুরু হতে পারে 18 ফেব্রুয়ারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন