Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স।
31 মার্চ ভারতে Mi 10 লঞ্চ হওয়ার কথা থাকলেও পরে লকডাউনের কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল Xiaomi। Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে গোটা বিশ্বের সামনে একাধিক স্মার্টফোন নিয়ে বাসছে Xiaomi। মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। এবার বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হতে চলেছে Redmi Note 9। একই সঙ্গে লঞ্চ হবে Mi Note 10 Lite।
অবশেষে ভারতে Mi 10 লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিল Xiaomi। কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে 31 মার্চ দুপুর 12টা 30মিনিটে এই ফোন লঞ্চ হবে।