বিশ্বের বিভিন্ন দেশে Mi 10 সিরিজ লঞ্চ করতে চলেছে Xiaomi। 27 মার্চ এক অনুষ্ঠান থেকে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro। ফেব্রুয়ারিতে এই দুই ফোন লঞ্চ হলেও এতদিন শুধুমাত্র চিনে বিক্রি হচ্ছিল এই দুই স্মার্টফোন। Mi 9 এর থেকে অনেকটা বেশি দামে লঞ্চ হলেও চিনে Mi 10 সিরিজ দুর্দান্ত সাড়া পেয়েছে।
Xiaomi -র অফিশিয়াল টুইট্যর হ্যান্ডেল থেকে জানানো হয়েছে 27 মার্চ বিশ্ব বাজারে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro। কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। Gadgets 360 কে Xiaomi জানিয়েছে Mi ব্র্যান্ডের অধীনে ভারতে প্রিমিয়াম প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে বিভিন্ন ফোন নিয়ে আসবে Redmi ও Poco।
Enough waiting!
— Xiaomi (@Xiaomi) March 6, 2020
See you on March 27th!
Make sure you tune in to get all the details.#Mi10 #LightsCameraAction pic.twitter.com/8nNJ4Alyth
চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। অন্যদিকে Mi 10 Pro এর দাম শুরু হচ্ছে 4,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা) থেকে।
ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
ডুয়াল সিম Mi 10 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি HDR10+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতেও থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 512GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Find X2 Pro ও Find X2
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Mi 10 Pro -এর পিছনেও চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় থাকছে 10x জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
Mi 10 Pro -এর ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 50W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন