অবশেষে ভারতে Mi 10 লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিল Xiaomi। কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে 31 মার্চ দুপুর 12টা 30মিনিটে এই ফোন লঞ্চ হবে।
Mi 10 -এ রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা
অবশেষে ভারতে Mi 10 লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিল Xiaomi। কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে 31 মার্চ দুপুর 12টা 30মিনিটে এই ফোন লঞ্চ হবে। একই দিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হতে পারে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi 10 ও Mi 10 Pro। যদিও ভারতে শুধুমাত্র Mi 10 লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি।
চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। ভারতে এই ফোনের দাম সম্পর্কে উচ্চবাচ্য করেনি Xiaomi।
ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
তিনটি রঙে পাওয়া যাবে Redmi K30 Pro
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Newly Found ‘Super-Earth’ GJ 251 c Could Be One of the Most Promising Worlds for Alien Life
New Fossil Evidence Shows Dinosaurs Flourished Until Their Final Days
Flattened Dark Matter May Explain Mysterious Gamma-Ray Glow at Milky Way’s Core, Study Finds
NASA Telescopes Capture First-Ever Companion Star Orbiting Massive Red Supergiant Betelgeuse