অনেক দিন ধরেই টেক দুনিয়ায় Samsung Galaxy M31 লঞ্চ ঘিরে জল্পনা তুঙ্গে। সম্প্রতি একের পর এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এবার Galaxy M31-এর ক্যামেরা ও ব্যাটারি স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। 2020 সালে Galaxy M31 ছাড়াও এই সিরিজে লঞ্চ হবে Galaxy M11, Galaxy M21 ও Galaxy M41।
জানুয়ারিতে এক রিপোর্টে জানা গিয়েছিল Android 10 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হবে Galaxy M31। মঙ্গলবার ট্যুইটারে জনপ্রিয় ইউটিউবার রঞ্জিত কুমার এক পোস্টে এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এনেছেন। ট্যুইটারে রঞ্জিত জানিয়েছেন Galaxy M31-এ থাকতে পারে 64 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের কোম্পানির নিজস্ব ISOCELL GW1 সেন্সর ব্যবহার করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Samsung Galaxy A70s ও Realme XT-তেও এই সেন্সর ব্যবহার হয়েছিল।
Saw this image online. Seems like Samsung is coming up with something to do with a 64MP #MegaMonster. The details & when is still a mystery. Let's see what the successor to the M30s has to offer. @SamsungIndia can you throw some light. pic.twitter.com/La7YnDnW9K
— Ranjit (@geekyranjit) February 4, 2020
গত বছর 6,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছিল Galaxy M30s। Galaxy M31 টিজারে “Mega Monster” হ্যাশট্যাগ দেখা গিয়েছে। নতুন ফোনেও 6,000 mAh ব্যাটারি ব্যবহার করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
64MP ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হবে Redmi K30 Pro
কয়েক মাস আগেই Geekbench ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল। SM-M315F মডেল নম্বরে লঞ্চ হতে পারে Samsung Galaxy M31। লিস্টিং ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট। সাথে থাকছে 2GB RAM। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোর পারফর্মেন্সে 348 আর মাল্টি-কোরে 1,214 স্কোর করেছে এই ফোন।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Galaxy M31 ফোনে ব্যবহার হতে পারে একটি Exynos 9611 চিপসেট। সাথে থাকতে পারে 6GB RAM। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকতে পারে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের ভিতরে থাকতে পারে 6,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন