5 নভেম্বর লঞ্চ হবে নতুন Mi CC9 Pro। একই ইভেন্ট থেকে লঞ্চ হবে Xiaomi Watch আর Mi TV 5 সিরিজের স্মার্টটিভি। ইতিমধ্যেই নতুন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এনেছে Xiaomi। বুধবার নতুন টিজারে Mi CC9 Pro ফোনে কার্ভড ডিসপ্লে থাকার খবর নিশ্চিত করেছে বেজিংয়ের কোম্পানিটি। নতুন ফোনে থাকবে একটি OLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকতে পারে বেশি রিফ্রেশ রেট।
বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে Mi CC9 Pro ফোনের ডিসপ্লের ছবি প্রকাশ করেছে Xiaomi। যদিও ফোনে সম্প্রতি লঞ্চ হওয়া Vivo Nex 3 অথবা Huawei Mate 30 Pro ফোনের মতো কার্ভড ডিসপ্লে থাকছে না। ফোনের নীচে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক। ডিসপ্লের উপরে থাকবে একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ।
Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকবে এই ক্যামেরায় থাকবে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 5x অপটিকাল জুম আর 10x হাইব্রিড জুম ব্যবহার করে ছবি তোলা যাবে। যদিও এই ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে কি না জানা যায়নি। Mi CC9 Pro ক্যামেরায় তোলা যে ছবি Xiaomi প্রকাশ করেছে সেখানে দুর্দান্ত ডিটেল দেখা গিয়েছে।
এছাড়াও TENAA ওয়েবসাইটে Mi CC9 Pro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি Snapdragon 730G চিপসেট। 6GB, 8GB আর 12GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
64GB, 128GB আর 256GB স্টোরেজে পাওয়া যাবে Mi CC9 Pro। কালো, নীল, ধূসর, সবুজ, গোলাপি, বেগুনি, লাল এবং সাদা রঙে এই ফোন লঞ্চ করবে Xiaomi। ফোনের ওজন 208 গ্রাম। Mi CC9 Pro ফোনে থাকছে একটি 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 5,170 mAh ব্যাটারি।
আরও পড়ুন:
পাঁচ-পাঁচটা ক্যামেরা, 108MP সেন্সর সহ আসছে Mi Note 10; জানিয়ে দিল Xiaomi
কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung
আগামী সপ্তাহে আসছে Xiaomi -র প্রথম স্মার্টওয়াচ, ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন