6 নভেম্বর লঞ্চ হবে নতুন Mi Note 10। বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদে এই ফোন লঞ্চ করবে Xiaomi। একই ইভেন্ট থেকে লঞ্চ হতে পারে Mi Note 10 Pro। সম্প্রতি পোল্যান্ডে Xiaomi -র অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। এই ছবিটি Mi Note 10 এর বদলে Mi Note 10 Pro ফোনে তোলা হয়েছে। এর পরেই Mi Note সিরিজের নতুন এই ফোন নিয়ে জল্পনা শুরু শুরু হয়েছে। মঙ্গলবার চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। নাম বদলে চিনের বাইরে Mi Note 10 লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি। Mi Note 10 সম্পর্কে একাধিক তথ্য সামনে এলেও এখনও Mi Note 10 Pro সম্পর্কে মুখ খোলেনি Xiaomi।
Xiaomi -র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে 6 নভেম্বর মাদ্রিদে Mi Note 10 লঞ্চ হবে। ঐ দিন মাদ্রিদে স্থানীয় সময় সকাল 11 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে। সম্প্রতি এক টিজারে 14 নভেম্বর পোল্যান্ডে এই ফোন লঞ্চের খবর সামনে এসেছিল।
Mi Note 10 ফোনের ক্যামেরায় কী স্পেসিফিকেশন থাকছে? সম্প্রতি জানিয়েছে চিনের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে Mi Note 10 ফোনে থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি 12 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা, একটি 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড কাম্যরা একটি 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা। কোম্পানির দাবি এটাই বিশ্বের প্রথম 108 মেগাপিক্সেল পেন্টা ক্যামেরার স্মার্টফোন।
এই ফোনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। পোট্রেট তোলার জন্য এই ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও ম্যাক্রো তোলার জন্য আলাদা ক্যামেরা থাকছে। টেলিফটো লেন্স ব্যবহার করে 10x হাইব্রিড জুম আর 50x ডিজিটাল জুম করা যাবে।
Mi Note 10 ফোনে একটি 6.47 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানি MIUI 11 স্কিন। ফোনের ভিতরে থাকবে একটি 5,260 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
আরও পড়ুন:
এটাই নতুন Xiaomi Watch! কী থাকছে?
লঞ্চের আগে ফাঁস হল Mi CC9 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন
এবার স্মার্টফোন লঞ্চ করল TikTok, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন