Photo Credit: MyDrivers
5 নভেম্বর চিনে একগুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Xiaomi। Mi CC9 Pro এর সাথেই নতুন স্মার্টওয়াচ লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি। Xiaomi Watch বা Mi Watch নামে বাজারে আসতে পারে এই প্রোডাক্ট। Xiaomi -র নতুন স্মার্টওয়াচে Apple Watch এর মতো ডিজাইন থাকবে। একাধিক টিজারের সাথে Xiaomi Watch এর নতুন ছবি সামনে এল।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Xiaomi Watch বা Mi Watch এর টিজার প্রকাশিত হয়েছে। সেখানে এই স্মার্টওয়াচের পাশে একটি ডিজিটাল ক্রাউন দেখা গিয়েছে। Apple Watch এ একই ধরনের ডিজাইন দেখা যায়।
অন্য এক টিজারে জানানো হয়েছে Xiaomi Watch এর ডিসপ্লের উপরে থাকছে বিশেষ সুরক্ষা। ইতিমধ্যেই Xiaomi জানিয়েছে এই স্মার্টওয়াচ থেকে বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।
এছাড়াও সামনে এসেছে Xiaomi Watch এর এর একটি ছবি। ছবি দেখে মনে হচ্ছে এই ডিভাইসে ডাইনামিক ওয়ালপেপার থাকবে। সাথে থাকছে রাউন্ডেড গ্লাস। এই স্মার্টোয়াচের একাধিক রিস্ট ব্যান্ড ইতিমধ্যেই সামনে এসেছে।
5 নভেম্বর চিনে লঞ্চ হবে Xiaomi Watch। এই স্মার্টওয়াচের জন্য আলাদা স্কিন তৈরি করেছে Xiaomi। Xiaomi Watch এর ভিতরে থাকছে Qualcomm Snapdragon Wear 3100 চিপসেট। কানেক্টিভিটির জন্য Xiaomi Watch এ থাকছে Wi-Fi, Bluetooth, GPS আর NFC।
আরও পড়ুন:
লঞ্চের আগে ফাঁস হল Mi CC9 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন
এবার স্মার্টফোন লঞ্চ করল TikTok, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
চলতি সপ্তাহে আসছে Mi Note 10, লঞ্চের আগেই দেখে নিন ক্যামেরার খুঁটিনাটি
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন