Photo Credit: TechInfoBit
খুব শিঘ্রই একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola। Android One প্রোজেক্টের অধীনে Moto One Power ফোনটি লঞ্চ করবে Motorola। মিডরেঞ্জ এই ফোনে Qualcomm Snapdragon 636 চিপসেট 4GB RAM এর মতো ফিচার থাকবে। আর এবার ইন্টারনেটে এই ফোনের কাছ থেকে তোলা একাধিক ছবি দেখা গেল। এই ছবিতেই দেখা যাচ্ছে এই বাজেট ফোনে ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এর সাথেই থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা আর USB Type-C পোর্ট আর Android One। যদিও এই ফোন কবে লঞ্চ হবে বা ফোনের ফিচার সম্পর্কে কিছুই জানায়নি Motorola।
টেকইনফোবিট এ এক রিপোর্টে প্রথম Moto One Power এর পরিষ্কার দিনের আলোতে ছবি দেখা গেল। যদিও এই রিপোর্টে বলা হয়েছে এই ফোনের নাম হবে Moto One। ফোনের সামনে কালো নচ সহ বেজেল লেস ডিসপ্লে রয়েছে। এই কালো নভে থাকবে হেডসেট, ফ্রন্ট ক্যামেরা ও সম্ববত ফেস আনলক সেরন্সার। ফোনের বাঁ দিকে থাকবে সিম কার্ড ট্রে। এই সিম ট্রে তে দুটি সিম কার্ড একসাথে থাকতে পারবে।
এই ছবিতে ফোনের ডান দিকে ভলিউম ও পাওয়ার বাটন দেখা যাচ্ছে। ফোনের পিছনে থাকবে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটিও ফোনের পিছনের দিকেই দেখা গিয়েছে। আর নীচে Android One লেখা দেখা গিয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে ফোনের নীচে থাকবে USB Type-C পোর্ট আর ডুয়াল স্টিরিও স্পিকার।
আগে এক রিপোর্টে Motorola One Power এর স্পেসিফিকেশান জানানো হয়েছিল। সেখানেই দেখা যাচ্ছে Motorola One Power এ চলবে লেটেস্ট অয়ানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। এর সাথেই এই ফোনে থাকবে 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও এই ফোনের ভিতরে থাকবে মিডরেঞ্জ Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। আর Motorola One Power এর ভিতরে থাকবে একটি 3780mAh ব্যাটারি।
2018 সালে অন্যন্য সব ফোনের মতোই Motorola One Power এর পিছনে দেখা যাবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরাতে থাকবে একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারী সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন