Motorola One Power ফোনের প্রধান আকর্ষন এই ফোনের বিশাল 5000 mAh ব্যাটারি। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে এই ফোন। এই প্রথম Android One প্রোজেক্টের অধীনে স্মার্টফোন লঞ্চ করবে Motorola।
Motorola One Power এ চলবে লেটেস্ট অয়ানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। এর সাথেই এই ফোনে থাকবে 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এছাড়াও এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।