ভারতে এল Moto G7 আর Motorola One। মিডরেঞ্জ সেগমেন্টে ভারতে এই দুটি ফোন লঞ্চ হয়েছে। অনেক দিন ধরেই ভারতে Moto G7 লঞ্চ নিয়ে কানাঘুষো শোনা গেলেও Motorola One লঞ্চে অনেকেই অবাক হয়েছে। Android One প্রোগ্রামের অধীনে গত বছর লঞ্চ হয়েছিল Motorola One। দুটি ফোনেই থাকছে 4GB RAM। Moto G7 ফোনে থাকছে Snapdragon 632 চিপসেট, অন্যদিকে Motorola One ফোনে থাকছে Snapdragon 625 চিপসেট।
ভারতে Moto G7 এর দাম 16,999 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন। 13,999 টাকায় পাওয়া যাচ্ছে Motorola One। Flipkart আর Moto hub স্টোর থেকে এই দুটি ফোন পাওয়া যাবে।
Moto G7 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Moto G7 তে থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি।
ছবি তোলার জন্য এই ফোনে থাকছে ডুয়াল রইয়ার ক্যামেরা। থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Moto G7 এ থাকছে 4G VoLTE, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n, GPS/ A-GPS, 3.5mm মিমি হেডফোন জ্যাক আর একটি USB Type-C পোর্ট। থাকছে একটি 3,000 mAh ব্যাটারি আর টার্বো চার্জিং। Moto G7 এর ওজন 172 গ্রাম।
Motorola One এ রয়েছে একটি 5.9 ইঞ্চি ম্যাক্স ভিশান ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 625 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola One এ থাকবে একটি ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একটি 3000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন