Photo Credit: TENAA
মিডরেঞ্জ সেগমেন্টে শিঘ্রই লঞ্চ হবে Moto One Power। আগামী 2 আগস্ট চিকাগোতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে Motorola। লঞ্চের আগে ইতিমধ্যেই এই ফোনের একাধিক তথ্য ফাঁস হয়ে গিয়েছে। নতুন এক রিপোর্টে Moto One Power সম্পর্কে নতুন একাধিক তথ্য পাওয়া গেল। নতুন এই রিপোর্টে জানা গিয়েছে Moto One Power এ থাকবে 4,850 mAh ব্যাটারি, ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ আর 6GB RAM।
চিনের TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Moto One Powerফোনটিকে দেখা গিয়েছে। TENAA ডাটাবেস থেকে জানা গিয়েছে কালো, সোনালি, রূপালী ও সাদা রঙে Moto One Power পাওয়া যাবে।
Moto One Power ফোনে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Moto One Power এ থাকবে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.7:9। যদিও এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। Moto One Power এর ভিতরে একটি Snapdragon 636 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB অনবোর্ড স্টোরেজ।
TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে ছবি তোলার জন্য Moto One Power ফোনে ভার্টিকাল ডুয়াল রিয়াল ক্যামেরা ব্যবহার হয়েছে। এই ডুয়াল ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার আর একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। Moto One Power ফোনে সেলফি তোলার জন্য একটি 8MP ও একটি 12MP ডুয়াল সেলফি ক্যামেরা থাকতে পারে।
কানেক্টিভিটির জন্য Moto One Power এ থাকবে 4G VoLTE, Bluetooth, আর USB। এর সাথেই Moto One Power ফোনে একটি 4,850 mAh ব্যাটারি থাকবে। Moto One Power এর ওজন 170 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন