Photo Credit: Yanko Design
চলতি বছরের শুরু থেকেই নতুন ফোল্ডেবেল ডিসপ্লের Motorola Razr স্মার্টফোন সম্পর্কে কানাঘুষো চলছিল। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল 2019 সালেই কোম্পানির প্রথম ফোল্ডেবেল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করবে Motorola। এবার বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে 13 নভেম্বর লস এঞ্জেলসে এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করল কোম্পানি। মনে করা হচ্ছে এই ইভেন্ট থেকে গোটা বিশ্বের সামনে আসবে Motorola Razr 2019।
CNet এ প্রকাশিত রিপোর্ট জানানো হয়েছে আমন্ত্রণে একটি GIF ফাইল পাঠানো হয়েছে। সেখানে একটি ফোন ফোল্ড ও আনফোল্ড হচ্ছে।
Samsung Diwali Sale: স্মার্টফোন, টিভি ও অন্যান্য প্রোডাক্টে মিলছে দেদার ছাড়
ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold। শীঘ্রই লঞ্চ হবে আর এক ফোল্ডেবেল ডিসপ্লের স্মার্টফোন Huawei Mate X। এই দুই ফোনের সাথে প্রতিযোগিতায় বাজারে আসছে নতুন Motorola Razr 2019। ইতিমধ্যেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। প্রিমিয়াম সেগমেন্টে ক্যামশেল ডিজাইনে বাজারে আসবে এই ফোন।
মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?
পুরনো Motorola Razr এর মতোই ভার্টিকাল ফ্লিপ ডিজাইনে লঞ্চ হবে এই স্মার্টফোন। যদিও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল 1,500 ইউরো (প্রায় 1,19,000 টাকা) দামে লঞ্চ হতে পারে নতুন ফোল্ডেবেল Motorola Razr। যদিও ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন