শুরু হয়েছে Samsung Diwali Sale। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্টে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে Samsung। এই সেলে সস্তা হয়েছে Samsung Galaxy Note 9 আর Galaxy M10s। এছাড়াও বিভিন্ন টিভি মডেলের থাকছে ক্যাশব্যাক অফার। সস্তা হয়েছে 46 মিমি Samsung Galaxy Watch। 25 অক্টোবর পর্যন্ত চলবে Samsung Diwali Sale। কোম্পানির অনলাইন স্টোর ছারাও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে Galaxy Note 10 আর Galaxy S10 সিরিজের স্মার্টফোন কিনলে অফারের সুবিধা পাওয়া যাবে।
এই সেলে 8,999 টাকার পরিবর্তে 7,999 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy M10s। 51,990 তাকার পরিবর্তে 42,999 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy Note 9 128GB ভেরিয়েন্ট।
শেষ সুযোগ ফস্কে যাওয়ার আগে Flipkart সেলের সেরা অফারগুলি দেখে নিন
এই সেলে এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে মিলবে অতিরিক্ত ছাড়।
23,990 টাকায় পাওয়া যাবে 46 মিমি Samsung Galaxy Watch। কোম্পানি জানিয়েছে বিভিন্ন টিভিতে 50 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও AKG, JBL আর Harman Kardon অডিও প্রোডাক্টে থাকছে 50 শতাংশ পর্যন্ত ছাড়।
চলতি বছর লঞ্চ হওয়া Samsung Galaxy Note 10 আর Samsung Galaxy S10 সিরিজের ফোনে বিশেষ অফার পাওয়া যাবে। Samsung Galaxy S10 সিরিজ স্মার্টফোনের সাথে 5,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় থাকছে 5 শতাংশ ছাড়।
মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?
এই সেলে SBI কার্ড ব্যবহার করে Samsung Galaxy Note 10 কিনলে 6,000 টাকার সুবিধা পাওয়া যাবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 6,000 টাকা ছাড় পাওয়া যাবে।
Samsung Galaxy S10 আর Samsung Galaxy Note 10 ফোনের সাথে 6,990 টাকায় Galaxy Buds আর 13,990 টাকায় Galaxy Watch Active কেনা যাবে।
31 অক্টোবর পর্যন্ত গোটা দেশে কোম্পানির আউটলেট থেকে Galaxy S10 সিরিজ আর Galaxy Note 10 সিরিজের অফার চলবে। যদিও Galaxy Buds আর Galaxy Watch Active বান্ডেল অফার শুধুমাত্র কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট, Amazon.in, Flipkart, Paytm, Snapdeal আর Tata CLiQ থেকে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন