Photo Credit: OnePlus
OnePlus 12-এর সাফল্যের পর এবার চীনে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে OnePlus 13।পূর্বেই কোম্পানী আসন্ন হ্যান্ডসেটটির ডিসপ্লের বিবরন অফিসিয়াল ভাবে প্রকাশ করেছিল। এখন কোম্পানীর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোনটির মূল চার্জিং বৈশিষ্ট্যটি প্রকাশ করেছেন।এর পাশাপাশি স্মার্টফোনটির অন্যান্য আনুমানিক বৈশিষ্ট্য যেমন - ব্যাটারীর পরিমাপ ও ফাঁস হয়ে গিয়েছে।এছাড়াও ইঙ্গিত দেওয়া হয়েছে যে,OnePlus 13 ফোনটি Qualcomm-এর Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে।
চীনে OnePlus কোম্পানীর প্রধান Louis Lee একটি Weibo পোস্টের মাধ্যমে বলেছেন যে, OnePlus 13-এর গ্রাহকরা “ম্যাগনেটিক সাকশন” সমর্থিত “wood Grain Phone Case” কিনতে পারবে। পোস্টটিতে Lee-এর সাথে অন্যএকজন Weibo ব্যবহারকারীর কথোপকথন যুক্ত করা হয়েছে।একটি পোস্টে পরামর্শ দেওয়া হয়েছে যে, ‘ম্যাগনেটিক সাকশান ফাংশান'টি ‘তারবিহীন ম্যাগনেটিক চার্জিং' এর সাথে থাকবে।এটি Apple-এর MagSafe কেসের মতই অন্যান্য আনুষাঙ্গিক উপকরণ যেমন- 'কার মাউন্ট' এবং 'ওয়ালেট কেস'-কে সমর্থন করতে পারে।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি Oppo কোম্পানীর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে,আসন্ন Oppo Find X8 সিরিজটি 50W-এর তারবিহীন চৌম্বকীয় চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করবে এবং এটিতে রিভার্স চার্জিং ক্ষমতাও থাকবে।
পূর্বের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, OnePlus 13 ফোনটিতে 100W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 6000mAh-এর ব্যাটারী থাকতে পারে। OnePlus 12ফোনটি 100W-এর তারযুক্ত এবং 50W-এর তারবিহীন চার্জিং সমর্থিত 5400 mAh-এর ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে।
অনুমান করা হচ্ছে, OnePlus 13 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.82-ইঞ্চি 2K 10-বিট LTPO BOE X2 মাইক্রো কোয়াড কার্ভড OLED ডিসপ্লে থাকবে। এর আগে Lee নিশ্চিত করেছেন যে, আসন্ন হ্যান্ডসেটটিতে BOE X2 স্ক্রীন থাকবে।
এছাড়াও পূর্বের ফাঁস হওয়া তথ্যগুলি দাবি করেছিল যে,আসন্ন হ্যান্ডসেটটি Qualcomm-এর Snapdragon 8 Gen 4 চিপসেট দ্বারা চালিত হতে পারে।এটিতে 24 জিবি পর্যন্ত RAM এবং 1 টিবি পর্যন্ত অন্তর্নির্মিত স্টোরেজ থাকতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, এটিতে তিনটি রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। যার মধ্যে একটি 50মেগাপিক্সেলের Sony LYT-808-এর প্রধান সেন্সর,একটি আল্ট্রাওয়াইড লেন্স সহ 50 মেগাপিক্সেলের সেন্সর এবং একটি 3X অপটিক্যাল জুম সহ 50মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শ্যুটার থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন