খুব শীঘ্রই চীনে লঞ্চ করা হতে পারে One plus কোম্পানীর নতুন ফোন OnePlus 13
One plus 12-এর পর এবার তার উত্তরসূরী হয়ে আসতে চলেছে One plus 13। কোম্পানীর পক্ষ থেকে এটির ব্যাটারীর বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। এছাড়াও এটির অন্যান্য বৈশিষ্ট্যগুলি অনুমান করে ফাঁস করা হয়েছে। ফোনটির তারবিহীন দ্রুত চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করবে বলে মনে করা হচ্ছে। সম্ভবত হ্যান্ডসেটটিতে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে