Realme কোম্পানী তাদের P-সিরিজের স্মার্টফোন হিসেবে Realme P3 Ultra আনতে চলেছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 18 ডিসেম্বর 2024 11:27 IST
হাইলাইট
  • রিপোর্ট অনুযায়ী,Realme P3 Ultra ভারতে 2025সালের জানুয়ারি মাসে লঞ্চ হব
  • হ্যান্ডসেটটি কাঁচের ডিজাইন যুক্ত পিছনের প্যানেল এবং ধূসর রঙের বিকল্পে আ
  • এটিতে 12জিবি পর্যন্ত RAM এবং 256জিবি পর্যন্ত অন্তর্নির্মিত স্টোরেজ থাকত

রিয়েলমি প2 প্রো কোম্পানির প পরিবারে সবচেয়ে দামি স্মার্টফোন।

Photo Credit: Realme

একটি রিপোর্ট অনুযায়ী, Realme P3 Ultra খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। এটি Realme-র P সিরিজের নতুন হ্যান্ডসেট, কারণ এরপূর্বে অক্টোবর মাসে Realme P1 Speed লঞ্চ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী আলোচিত হ্যান্ডসেটটিতে 12জিবি পর্যন্ত RAM এবং 256জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। অন্যদিকে এই চীনের স্মার্টফোন নির্মাতারা আগামীকাল ভারতে Realme 14X লঞ্চ করতে চলেছে।

Realme P3 Ultra-র ফাঁস হওয়া স্পেসিফিকেশন:

91Mobiles দ্বারা প্রদত্ত রিপোর্ট অনুযায়ী, Realme P3 Ultra 2025-সালের জানুয়ারি মাসের শেষের দিকে ভারতে আসবে। আলোচিত হ্যান্ডসেটটিতে সম্ভবত RMX5030 মডেল নম্বর থাকবে। বলা হয়েছে যে এতে 12জিবি পর্যন্ত RAM এবং 256জিবি পর্যন্ত অন্তর্নির্মিত স্টোরেজ থাকতে পারে।

রিপোর্টে আরো বলা হয়েছে যে, এই Ultra-মডেলটি P-সিরিজের মধ্যে নতুন একটি সংস্করণ এবং এটি P3 লাইনআপে বেস মডেল ও প্রো মডেলের সাথে যুক্ত হতে পারে। বলা হচ্ছে যে, হ্যান্ডসেটটির পিছনের প্যানেলটিতে গ্লাসের ডিজাইন সহ এটিতে গ্রে-রঙটি অবশ্যই থাকবে বলে জানা গিয়েছে। যাইহোক আর অন্যান্য কোনো বিবরণ এখনও জানা যায়নি।

ভারতীয় মানক ব্যুরো (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে এই দুটি Realme স্মার্টফোনের ব্যাপারে জানতে পাওয়া গেছে। যেটি দেশের বাজারে শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দেয়। এখনও পর্যন্ত কোম্পানির P-সিরিজের লাইনআপের মধ্যে Realme P2 Pro-সবচেয়ে দামি হ্যান্ডসেট এবং এটির নাম দেখে মনে করা হচ্ছে যে, Realme P3 Ultra-র বৈশিষ্ট্যগুলি আরো উন্নতমানের হতে পারে।

Realme P2 Pro-এর স্পেসিফিকেশন:

Realme P2 Pro-5g একটি 6.7 ইঞ্চির Full-HD+ 3D কার্ভড AMOLED-স্ক্রিন দ্বারা সজ্জিত। এটির রিফ্রেশ রেট 120Hz, সর্বোচ্চ উজ্জ্বলতা 2000নিট এবং এটিতে কর্নিং গরিলা গ্লাস 7i-এর সুরক্ষা আছে। হ্যান্ডসেটটি একটি 4nm অক্টা-কোর Snapdragon 7s Gen 2 SoC দ্বারা চালিত। এটিতে একটি Adreno 710 GPU GPU এবং 12জিবি LPDDR4X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজ যুক্ত করা আছে। এটি Android 14-ভিত্তিক Realme UI 5-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, যার মধ্যে OIS সমর্থিত একটি প্রধান 50 মেগাপিক্সেলের Sony LYT-600 এর ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এটিতে একটি 32-মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

ফোনটি 80W-এর তারযুক্ত SuperVOOC চার্জিং সমর্থিত একটি 5,200mAh ব্যাটারী দ্বারা চালিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সনালোচনা শুনে টনক নড়ল Samsung-এর, Galaxy S26 সিরিজে ব্যাটারির ক্ষমতা বাড়ছে
  2. Amazon Great Freedom Festival Sale 2025: স্মার্টওয়াচ হাফ দামে! জলদি করুন
  3. 22,500mAh ব্যাটারি ও 64MP নাইট ভিশন ক্যামেরার সঙ্গে বাজারে এল Ulefone Armor 33 সিরিজ
  4. সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড ফোন Vivo T4R 5G লঞ্চ হল ভারতে, 32MP সেলফি ক্যামেরা, IP69 রেটিং রয়েছে
  5. Apple-এর প্রথম Foldable iPhone আসতে পারে 2026 সালের সেপ্টেম্বরে, দাম ফাঁস হল
  6. চাপে Samsung, ফোল্ডেবল ফোনের বাজার কাঁপিয়ে আজ Vivo X Fold 5-এর সেল শুরু
  7. 5G এর যুগেও আমজনতার জন্য সস্তায় ফোন আনছে Lava, শীঘ্রই লঞ্চ হবে Shark 2 4G
  8. 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির নতুন ফোন
  9. Moto G86 Power 5G ভারতে 6,720mAh ব্যাটারি ও Sony-র দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দামও কম
  10. Android ফোনের পথেই Apple, iPhone 17 সিরিজ সুপারহিট করতে আসছে বিরাট বদল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.