29 নভেম্বর শুরু হচ্ছে Realme Black Friday Sale। এই সেলে পাওয়া যাবে সম্প্রতি লঞ্চ হওয়া Realme X2 Pro আর Realme 5s। এছাড়াও Realme C2, Realme 5 Pro, Realme X সহ বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত অফার থাকছে। 1 ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে।
8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 Pro কিনতে 29,999 টাকা খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 33,999 টাকা। শুক্রবার মধ্যরাতে Realme X2 Pro সেল শুরু হবে।
এই সেলে থাকছে নো কস্ট ইএমআই এর সুবিধা। Jio গ্রাহকদের জন্য থাকছে 11,500 টাকার সুবিধা। Flipkart থেকে কার্ড-লেস ক্রেডিটে এই ফোন কেনা যাবে।
Realme X2 Pro এর সাথে শুক্রবার বিক্রি হবে Realme 5s। শুক্রবার দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে। Realme 5s এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5s কিনতে 10,999 টাকা খরচ হবে।
Realme X2 Pro আর Realme 5s সেল ছাড়াও এই সেলে বিভিন্ন স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে Realme। Realme C2, Realme 5 Pro, Realme 3 আর Realme X কিনলে দুর্দান্ত ছাড় মিলবে। HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 10 শতাংশ (500 টাকা পর্যন্ত) ক্যাশ-ব্যাক পাওয়া যাবে। 999 টাকায় পাওয়া যাবে Realme পাওয়ারব্যাঙ্ক।
স্মার্টফোন | দাম (টাকা) | অফারে দাম(টাকা) | Realme অনলাইন স্টর থেকে কুপন |
---|---|---|---|
Realme C2 2GB+32GB | 6,499 | 5,999 | |
Realme C2 3GB+32GB | 7,499 | 6,999 | |
Realme 5 Pro | 13,999 | 12,999 | 1,000 |
Realme 3 3GB+32GB | 7,999 | 7,999 | 500 |
Realme 3 3GB+64GB | 8,999 | 8,499 | 500 |
Realme 3 4GB+64GB | 9,999 | 8,999 | 500 |
Realme 3i | 7,999 | 7,999 | 500 |
Realme X | 16,999 | 15,999 |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন