অবশেষে লঞ্চ হল Realme X50 5G। মঙ্গলবার চিনে এই ফোন লঞ্চ করেছে Realme। একই ইভেন্ট থেকে লঞ্চ হয়েছে Realme X50 5G Master Edition। Realme X50 5G ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। ফোনের ভিতরে থাকছে Snapdragon 765G চিপসেট। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। নতুন ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,200 mAh ব্যাটারি। জাপানের বিখ্যাত ডিজাইনার নাওটো ফুকাসাওয়া এর সাথে Realme X50 5G Master Edition ডিজাইন করেছে Realme।
Realme X50 5G এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,800 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ থাকবে। 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 2,999 ইউয়ান (প্রায় 30,900 টাকা) খরচ হবে। পোলার হোয়াইট ও গ্লেসিয়ার ব্লু রঙে পাওয়া যাবে Realme X50 5G।
Realme X50 5G ভেরিয়েন্ট | দাম(ইউয়ান) |
---|---|
Realme X50 5G 8GB+128GB | 2,499 |
Realme X50 5G 12GB+256GB | 2,999 |
Realme X50 5G Master Edition 12GB+256GB | 3,099 |
অন্যদিকে 12GB RAM + 256GB স্টোরেজে পাওয়া যাবে Realme X50 5G Master Edition। এই ফোন কিনতে 3,099 ইউয়ান (প্রায় 32,000 টাকা) খরচ হবে।
Realme X50 5G ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। Realme X50 5G ফোনে থাকছে একটি 6.57 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। Realme X50 5G ফোনের ভিতরে থাকছে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Realme X50 5G ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 20X হাইব্রিড জুম। থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।
সেলফি তোলার জন্য Realme X50 5G ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে। এই ফোনের সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
Realme X50 5G ফোনে থাকছে একটি 4,200 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W VOOC 4.0 Flash Charge সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে USB Type-C পোর্ট, Wi-Fi 802.11ac, Bluetooth 5, ডুয়াল মোড 5G (SA/NSA), NFC, ডুয়াল-ফ্রিকোয়েন্সি GPS। Realme X50 5G এর দাম 202 গ্রাম।
আরও পড়ুন:
চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Realme 5i
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন