শিঘ্রই লঞ্চ হবে Realme XT। এই ফোনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এবার Realme XT Pro ফোনের স্পেসিফিকেশন সামনে এল। Realme XT Pro ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট। এছাড়াও Realme XT ফোনের মতোই Realme XT Pro ফোনেও থাকছে চারটি ক্যামেরা।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Realme XT Pro ফোনে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। এই খবর সত্যি হলে এই প্রথম কোন Realme ফোনে AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ।
AMOLED ডিসপ্লের সাথেই এই ফোনে লেটেস্ট জেনারেশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন লঞ্চ করবে Realme। সাথে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়াও লঞ্চ হবে Realme XT স্মার্টফোন। সেই ফোনে একোতী Snapdragon 712 চিপসেট থাকবে। এই ফোনের পিছনেও চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারিসেন্সর ব্যবহার করেছে Realme। তবে Realme XT Pro ফোনে থাকছে শক্তিশালী Snapdragon 730G চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন