প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্মার্টফোন ও অ্যাকসেসারিজে দুর্দান্ত সেল নিয়ে এল Realme। 19 জানুয়ারি শুরু হচ্ছে Realme Realpublic Sale। 22 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে।
17 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Realme X2। আগে Realme XT 730G নামে এই ফোন লঞ্চ হওয়ার কথা ছিল। সম্প্রতি প্রকাশিত টিজারে জানানো হয়েছে Realme X2 নামে 17 ডিসেম্বর এই ফোন লঞ্চ করবে Realme।
2020 সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন Realme ফোনে কোম্পানির আলাদা ColorOS 7 স্কিন পৌঁছতে শুরু করবে। 2020 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতে বেশিরভাগ ফোনে এই আপডেট পৌঁছে দেবে Realme।
অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Realme X2 Pro। চিনে এই ফোন লঞ্চের সময় Realme জানিয়েছিল শীঘ্রই এই ফোন ভারতে লঞ্চ হবে। এবার Realme X2 Pro ফোনের টিজার প্রকাশ করল Flipkart।
64 মেগাপিক্সেল দুনিয়ায় প্রথম থাবা বসিয়েছিল Realme XT। 64 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও এই ফোনে রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন। সম্প্রতি বাজেট সেগমেন্টের দখল নিতে Redmi Note 8 Pro লঞ্চ করেছে Xiaomi।
Oppo K5 ফোনে সবথেকে বড় উন্নতি হয়েছে ক্যামেরা বিভাগে। এই ফোনে থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর।
সফটওয়্যার আপডেটে Realme XT ফোনে সেপ্টেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। Realme জানিয়েছে এইও আপডেটের পরে Realme XT ফোনে আরও ভালো ছবি তোলা সম্ভব হবে।
Realme XT Pro ফোনে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। এই খবর সত্যি হলে এই প্রথম কোন Realme ফোনে AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ।