ফিরে এল Realme Festive Days Sale। শনিবার মধ্যরাতে এই সেল শুরু হচ্ছে। 12 অক্টোবর রাত 12 টায় শুরু হচ্ছে Realme -র দীপাবলি সেল।
Realme Festive Days Sale: শনিবার মধ্যরাতে এই সেল শুরু হচ্ছে
ফিরে এল Realme Festive Days Sale। শনিবার মধ্যরাতে এই সেল শুরু হচ্ছে। 12 অক্টোবর রাত 12 টায় শুরু হচ্ছে Realme -র দীপাবলি সেল। Flipkart আর Realme.com থেকে এই সেলে সস্তা হবে। একাধিক জনপ্রিয় Realme স্মার্টফোন। এই সেলে সস্তা হবে Realme 5, Realme 5 Pro, Realme 3, Realme 3 Pro, Realme X আর Realme C2।
Flipkart আর Realme.com থেকে Realme C2 ফোনের 2GB RAM আর 3GB RAM ভেরিয়েন্ট 1,000 টাকা সস্তা হয়েছে। এছাড়াও Realme 5 (3GB RAM + 32GB স্টোরেজ), Realme 5 (4GB RAM + 128GB স্টোরেজ), Realme 5 (4GB RAM + 64GB স্টোরেজ), Realme 5 Pro আর Realme 3 Pro ফোনের দাম 1,000 টাকা কমেছে। 1,991 টাকা সস্তা হয়েছে Realme 2 Pro। Realme 3 এর দাম কমেছে 500 টাকা।
30 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে Realme X2 Pro ফোনের ব্যাটারি, ফিচারগুলি দেখে নিন
| স্মার্টফোন | ডিসকাউন্ট | অফারে দাম |
|---|---|---|
| Realme C2 (2GB + 32GB) | 1,000 টাকা | 5,999 টাকা |
| Realme C2 (3GB + 32GB) | 1,000 টাকা | 6,999 টাকা |
| Realme 3 | 500 টাকা | 8,499 টাকা |
| Realme 3 Pro | 1,000 টাকা | 11,999 টাকা |
| Realme 5 (3GB + 32GB) | 1,000 টাকা | 8,999 টাকা |
| Realme 5 (4GB + 128GB) | 1,000 টাকা | 10,999 টাকা |
| Realme 5 (4GB + 64GB) | 1,000 টাকা | 9,999 টাকা |
| Realme 2 Pro | 1,991 টাকা | 8,999 টাকা |
এই সেলে Flipkart থেকে SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে Realme ফোন কিনলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। সাথে থাকবে নো কস্ট ইএমআই এর সুবিধা। যদিও Realme C2 ফোনে নো কস্ট ইএমআই এর সুবিধা থাকছে না।
Vivo Grand Diwali Fest Sale: কোন ফোনে কত ছাড়? দেখে নিন
Realme.com থেকে Realme X, Realme 3 Pro, Realme 5 Pro আর Realme XT ফোনে নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। সাথে থাকছে এক বছর এক্সটেন্ডেড ওয়্যারিন্টি। Realme.com থেকে HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Realme X, Realme 3 Pro, Realme 5 Pro, Realme 5 আর Realme XT কিনলে অতিরিক্ত 500 টাকা ছাড় মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket