Photo Credit: Weibo
15 অক্টোবর চিন আর ইউরোপে একসাথে লঞ্চ হবে Realme X2 Pro। ইতিমধ্যেই এই ফোনের একাধিক স্পেসিফিকেশন ও ছবি সামনে এসেছে। এই ফোনে থাকবে Snapdragon 855+ চিপসেট, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, কোয়াড রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে Realme X2 Pro। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। সম্প্রতি এই ফোনের রিটেল বাক্সের ছবি সামনে এসেছে।
15 অক্টোবর ইউরোপ ও চিনে লঞ্চ হবে Realme X2 Pro। ভারতে ডিসেম্বর মাসে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Realme X2 Pro লঞ্চের খবর নিশ্চিত করেছেন ভারতে Realme প্রধান মাধব শেঠ।
পপ-আপ ক্যামেরা, আপডেটেড চিপসেট সহ লঞ্চ হল OnePlus 7T Pro
Realme X2 Pro ফোনে থাকছে 12GB RAM আর 256GB UFS 3.0 স্টোরেজ। এর সাথে থাকছে 4,000 mAh ব্যাটারি আর 50W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 30 মিনিট 53 সেকেন্ডে এই ফোনের ব্যাটারি 0 থেকে 100 শতাংশ চার্জ হবে।
এছাড়াও Realme X2 Pro ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই, এনএফসি, ডুয়াল ফ্রিকোয়েন্সি জিপিএস। প্রসেসর ঠান্ডা রাখার জন্য থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।
ট্রিপল রিয়ার ক্যামেরা, চোখ ধাঁধানো ডিসপ্লে সহ ভারতে এল Nokia 6.2
Realme X2 Pro ফোনে থাকবে Snapdragon 855+ চিপসেট, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, কোয়াড রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে Realme X2 Pro। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট।
সস্তা হল এই দুই Nokia স্মার্টফোন, নতুন দাম দেখে নিন
Realme X2 Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে না। বদলে এই ফোনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। সম্প্রতি ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে এই ফোনে কার্ভড ডিসপ্লের বদলে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করেছে Realme।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন