Photo Credit: Twitter/ Madhav Sheth
এতদিন শুধুমাত্র Flipkart ও Realme.com থেকে Realme স্মার্টফোন পাওয়া যেত। এবার Amazon.in থেকেও Realme ফোন বিক্রি শুরু হবে। সম্প্রতি টুইটারে এই খবর প্রকাশ করেছেন ভারতে কোম্পানির প্রধান মাধব শেঠ। আপাতত Amazon.in থেকে পাঁচটি Realme ফোন পাওয়া যাবে। একই সঙ্গে 6 ফেব্রুয়ারি এন্ট্রি-লেভেল সেগমেন্টে নতুন ফোন লঞ্চের তোড়জোড় শুরু করে দিয়েছে চিনের কোম্পানিটি।
মাধব জানিয়েছেন শুক্রবার থেকে Amazon.in-এ পাঁচটা Realme ফোন বিক্রি শুরু হবে।, এই ফোনগুলি হল Realme C2 (3GB + 32GB), Realme 5 Pro, Realme XT, Realme X ও Realme 5।
ক্যামেরার পরীক্ষায় কত নম্বর পেল Redmi Note 8 Pro?
“আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে গিয়ে গ্রাহককে সুবিধা করে দেওয়াই আমাদের লক্ষ্য। আগামীকাল থেকে আপনার পছন্দের Realme ফোন পাওয়া যাবে Amazon থেকেও।” বলেন তিনি।
Amazon.in থেকে পাঁচটি স্মার্টফোন বিক্রি শুরু ছাড়াও শীঘ্রই এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন স্মার্টফোন আনছে Realme। 6 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Realme C3। বৃহস্পতিবার নতুন ফোনের টিজার প্রকাশ করেছে Flipkart। প্রকাশিত ছবিতে Realme C3 ডিসপ্লের উপরে ওয়াটার-ড্রপ নচ দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। নীল রঙে Realme C3-এর ছবি প্রকাশ করেছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানিটি। এই ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি।
সস্তা হল Realme 5 Pro; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Realme C3-তে থাকবে একটি ওয়াটার-ড্রপ নচ সহ ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। Flipkart টিজারে জানানো হয়েছে এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। 3GB RAM + 32GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন