বৃহস্পতিবার এক অনুষ্ঠানে গোটা বিশ্বের সামনে একাধিক স্মার্টফোন নিয়ে বাসছে Xiaomi। মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। এবার বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হতে চলেছে Redmi Note 9। একই সঙ্গে লঞ্চ হবে Mi Note 10 Lite।
ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Poco X2। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা, এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর।
Poco X2-এর টিজার সামনে এসেছে। ছবিতে এই ফোনের ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। এছাড়াও টিজারে জানানো হয়েছে এই ফোনে একটি 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে।
10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30। ইতিমধ্যেই 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছেন Xiaomi প্রধান লেই জুন। এবার Redmi প্রধান লু ওয়েইবিং জানালেন 4G ভেরিয়েন্টেও লঞ্চ হবে Redmi K30।
Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়ে দিলেন অন্য চিপসেট ব্যবহার করে বাজারে আসছে না Redmi Note 8 Pro। অর্থাৎ শুধুমাত্র MediaTek Helio G90T চিপসেটেই পাওয়া যাবে এই মিডরেঞ্জ স্মার্টফোন।