10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30। ইতিমধ্যেই 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছেন Xiaomi প্রধান লেই জুন। এবার Redmi প্রধান লু ওয়েইবিং জানালেন 4G ভেরিয়েন্টেও লঞ্চ হবে Redmi K30।
4G ভেরিয়েন্টেও লঞ্চ হবে Redmi K30
10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30। ইতিমধ্যেই 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছেন Xiaomi প্রধান লেই জুন। এবার Redmi প্রধান লু ওয়েইবিং জানালেন 4G ভেরিয়েন্টেও লঞ্চ হবে Redmi K30। সম্প্রতি 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের খবর ইন্টারনেটে ফাঁস হলেও এতদিন সেই খবরের সত্যতা স্বীকার করেনি চিনের কোম্পানিটি। 4G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে।
সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে লু জানিয়েছেন 4G ভেরিয়েন্টেও লঞ্চ হবে Redmi K30। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনে Snapdragon 730G চিপসেট থাকবে। অন্যদিকে 5G ভেরিয়েন্টে Redmi K30 ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হবে। তবে 5G ভেরিয়েন্টের থেকে অনেকটা কম দামে বাজারে আসবে 4G ভেরিয়েন্টের Redmi K30। যদিও 4G ভেরিয়েন্টে কবেএই ফোন বাজারে আসবে জানাননি ওয়েইবিং।
![]()
4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে
ছবি: Weibo / Wang Tengxiao
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। Redmi K30 ফোনে থাকছে একটি 6.6 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক। 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট, 6GB RAM, 64GB স্টোরেজ, 4,500 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট।
চিনে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)। Redmi K30 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। যদিও 4G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi K30 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 11 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Assassin's Creed Mirage, Wo Long: Fallen Dynasty Reportedly Coming to PS Plus Game Catalogue in December
Samsung Galaxy S26 to Miss Camera Upgrades as Company Focuses on Price Control: Report