Photo Credit: Twitter/ Poco India
4 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Poco X2। মঙ্গলবার এই ফোনের নতুন টিজার প্রকাশ করল চিনের কোম্পানিটি। জানা গিয়েছে Poco X2 ফোনে একটি 120Hz ডিসপ্লে থাকবে। গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi K30। 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। ভারতে Redmi K30 4G ফোনের নাম বদলে লঞ্চ হতে পারে Poco X2।
মঙ্গলবার ট্যুইটারে Poco India হ্যান্ডেল থেকে Poco X2-এর টিজার সামনে এসেছে। ছবিতে এই ফোনের ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। এছাড়াও টিজারে জানানো হয়েছে এই ফোনে একটি 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। সম্প্রতি চিনে লঞ্চ হওয়া Redmi K30 4G ফোনেও এই ফিচারগুলি উপস্থিত ছিল।
Redmi K30 4G তে রয়েছে একটি Snapdragon 730G চিপসেট। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন।
ফিরে আসছে Poco! আগামী সপ্তাহে লঞ্চ হবে Poco X2
Redmi K30 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল ব্যবহার করেছে Xiaomi। Redmi K30 ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এই ফোনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। Redmi K30 ফোনের সেলফি ক্যামেরায় 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Redmi K30 ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G, NFC, 5G GPS, USB Type-C পোর্ট। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।
ইন্টারনেটে প্রকাশিত রিপোর্ট সত্যি হলে Poco X2-তে Redmi K30 4G-এর সব ফিচার ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন