শুক্রবার ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Realme। Realme XT লঞ্চের সময় কোম্পানির অন্য ফোনগুলিতে কবে Android 10 আপডেট পৌঁছাবে জানিয়েছে চিনের কোম্পানিটি। শুক্রবার Realme জানিয়েছে কোম্পানির মোট আটটি ফোনে Android 10 আপডেট পৌঁছাবে। এই ফোনগুলি হল Realme 3 Pro, Realme 5 Pro, Realme X, Realme XT, Realme 3, Realme 5, Realme 3i আর Realme 2 Pro। 2020 সালে এই সব ফোনে Android 10 আপোডেট পৌঁছে দেবে Realme।
ট্যুইটারে Realme জানিয়েছে 2020 সালের মার্চ মাসের আগে Realme 3 Pro, Realme 5 Pro, Realme X আর Realme XT ফোনে Android 10 আপডেট পৌঁছাবে। এর পরে আগামী বছর জুন মাসের আগে Realme 3, Realme 5, Realme 3i ফোনে এই আপোডেট পৌঁছাবে। সব শেষে আগামী বছর সেপ্টেম্বর মাসের আগে Realme 2 Pro ফোনে পৌঁছে যাবে Android 10।
As promised, here's our roadmap for launching the #Android10 update for #realme smartphones!
— realme (@realmemobiles) September 13, 2019
Are your excited for the new flavour of Android? pic.twitter.com/Qdo4PAyxT3
শুক্রবার Realme XT লঞ্চের সময় কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছেন ইতিমধ্যেই সব Realme ফোনে Android 9 Pie আপোডেট পৌঁছে গিয়েছে। যদিও Realme 1, Realme C1, Realme C2 আর Realme U1 ফোনের গ্রাহকরা Android 10 আপডেট থেকে বঞ্জিত থেকে যাবেন।
শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে Realme XT। এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। এই প্রথম ভারতে কোন স্মার্টফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই এই ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও Realme XT ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। Realme XT ফোনের দাম শুরু হচ্ছে 15,999 টাকা থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন