12 মার্চ Redmi Note 9 লঞ্চ বাতিল করেছে Xiaomi। অন্যদিকে 5 মার্চ বাতিল হয়েছে Realme 6 লঞ্চ অনুষ্ঠান। অনলাইন অনুষ্ঠানে এই দুই প্রোডাক্ট গোটা দুনিয়ার সামনে নিয়ে আসবে Xiaomi ও Realme।
5 মার্চ লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। ইতিমধ্যেই Realme জানিয়েছে এই দুই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ও ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে।
শুরু হল Realme Xtra Days sale। এই সেলে সস্তা হয়েছে Realme X, Realme XT ও Realme 5 Pro। 29 ফেব্রুয়ারি পর্যন্ত Flipkart.com, Realme.com ও Amazon.in থেকে এই সেল চলবে।