রিয়েলমির 15,000mAh ব্যাটারির ফোন রিভার্স চার্জিং সাপোর্ট করে। এর ফলে ফোনকেই পাওয়্যার ব্যাঙ্ক বানিয়ে অন্য স্মার্টফোন, স্মার্টওয়াচ, ওয়্যারলেস ইয়ারফোনের মতো ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দিতে পারবেন।
Realme কোম্পানী ভারতের বাজারে এক নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে ,Realme GT 7 Pro।কোম্পানির এই নতুন হ্যান্ডসেটটি উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে উপস্থিত হয়েছে। Realme GT Pro-হ্যান্ডসেটটিতে একদম নতুন Snapdragon 8 Elite চিপসেট যুক্ত করা হয়েছে। অন্যান্য প্রসেসরের তুলনায় এই নতুন প্রসেসরটি উন্নতমানের কার্যক্ষমতা প্রদান করতে সক্ষম