Realme Neo 8 স্মার্টফোনের টপ মডেলে সেটা 16 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজ থাকবে।
Photo Credit: Realme
Realme Neo 8 will pack an 8,000mAh battery
Realme Neo 8 চীনে জানুয়ারি 22 অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। অর্থাৎ আগামীকাল স্মার্টফোনটি আত্মপ্রকাশ করবে। এই ফোনের মুখ্য দুই আকর্ষণ হল 8,000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 চিপসেট। তবে আজ রিয়েলমি প্রাইমারি ক্যামেরা এবং পেরিস্কোপ টেলিফটো লেন্সের বিবরণ প্রকাশের মাধ্যমে ইঙ্গিত করেছে যে, এটি ফটোগ্রাফি ডিপার্টমেন্টেও ইতিবাচক পারফর্ম করবে। আবার লঞ্চের আগের দিনই ফোনটির দাম ফাঁস হয়ে গিয়েছে। ডিভাইসটি একাধিক মেমোরি অপশনে আসবে। টপ মডেলে 16 জিবি র্যাম ও 1 টিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। চলুন Realme Neo 8 মডেলের খুঁটিনাটি দেখে নেওয়া যাক।
চীনে ওপ্পোর কাস্টমার সাপোর্ট প্ল্যাটফর্ম থেকে Realme Neo 8 এর দাম ফাঁস হয়েছে। গিজমোচীনার প্রতিবেদন অনুসারে, স্মার্টফোনটি চারটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ থাকবে। টপ মডেলে সেটা 16 জিবি র্যাম ও 1 টেরাবাইট (টিবি)। বেস মডেলের দাম 2,599 ইউয়ান রাখতে পারে কোম্পানি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 34,200 টাকার সমান।
রিপোর্ট আরও বলা হয়েছে, আসন্ন হ্যান্ডসেটের 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 2,899 ইউয়ান (প্রায় 38,200 টাকা) ও 3,399 ইউয়ান (প্রায় 44,700 টাকা) হতে পারে। আর ফোনের টপ মডেলের 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ) মূল্য 3,899 ইউয়ান (51,300 টাকা) হবে।
রিয়েলমি নিও 8 এর প্রাইমারি ক্যামেরায় Sony IMX896 ক্যামেরা থাকার কথা নিশ্চিত করা হয়েছে। এর সাথে একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা 3.5x অপটিক্যাল জুম, 7x লসলেস জুম, ও 120x ডিজিটাল জুম সাপোর্ট করবে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই ফোনে Sony LYT-600 ক্যামেরা সেন্সরও থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা মিলতে পারে।
Realme Neo 8 একটি 6.78 ইঞ্চি ওলেড ডিসপ্লে-সহ আসতে পারে। এটি 1.5K রেজোলিউশন, 165 হার্টজ রিফ্রেশ রেট, এবং 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। স্ক্রিনের নিচে 3D ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটি সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্স (IP66 + IP68 + IP69) সার্টিফিকেশন নিয়ে আসবে। ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টল করা থাকবে। রিয়েলমির দাবি, এটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটের সাথে AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 3.58 মিলিয়নের বেশি স্কোর করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report