Realme Neo 8 ফোনে 8,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
Photo Credit: Realme
Realme Neo 8 is equipped the handset with a triple rear camera setup
Realme Neo 8 বৃহস্পতিবার সাড়া ফেলে চীনে লঞ্চ হয়েছে। এটি একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন যা ট্রান্সপারেন্ট RGB ডিজাইনের সাথে এসেছে। এতে Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 8,000mAh ব্যাটারি দিয়েছে রিয়েলমি। স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে একঝাঁক দুর্ধর্ষ ফিচার্স নিয়ে এসেছে। Realme Neo 8 মডেলের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 80W ফাস্ট চার্জিং, IP66 + IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা, 165Hz রিফ্রেশ রেট, হাই-এয়ারফ্লো কুলিং সিস্টেম, 120x হাই-ডেফিনিশন জুম সাপোর্ট যুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সুপার লিনিয়ার স্টেরিও স্পিকার, ও মেটাল ফ্রেম-সহ আরও অনেক কিছু।
রিয়েলমি নিও 8 স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে। ফটোগ্রাফি সিস্টেমটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং f/2.8 অ্যাপারচার, 3.5x অপটিক্যাল জুম, ও 120x হাইব্রিড জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 60fps-এ 4K HDR ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Realme Neo 8 এর সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনের 6.79 ইঞ্চি LTPS AMOLED ডিসপ্লে 6,500 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 1.5K রেজোলিউশন (1,272 x 2,772 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এতে ক্রিস্টাল আর্মর গ্লাস কভার আছে যা আঘাত ও আঁচড় থেকে রক্ষা করবে।
রিয়েলমির নতুন ফোনে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর (3 ন্যানোমিটার) আছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 8,000mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে Android 16 নির্ভর Realme UI 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। কোম্পানি তিনটি মেজর OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি প্যাচ আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
Realme Neo 8 এর বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 2,399 ইউয়ান (প্রায় 33,000 টাকা) রাখা হয়েছে। অন্য দিকে, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 2,699 ইউয়ান (প্রায় 35,000 টাকা) এবং 2,899 ইউয়ান (প্রায় 38,000 টাকা) রাখা হয়েছে।
এছাড়াও, ফোনের 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ অপশন এসেছে৷ এদের দাম যথাক্রমে 3,199 ইউয়ান (প্রায় 41,000 টাকা) ও 3,699 ইউয়ান (প্রায় 48,000 টাকা)। এটি পার্পল, গ্রে, এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ডিভাইসটি কবে ভারতে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Neo 8 Launched With Snapdragon 8 Gen 5 Chip, 8,000mAh Battery: Price, Features