iQOO 15 ভারতে আগামীকাল লঞ্চ হচ্ছে। ফ্ল্যাগশিপ ফোনটি অক্টোবরে চীনে রিলিজ হয়েছিল।
Photo Credit: iQOO
iQOO 15 Features a triple camera setup
iQOO 15 ভারতে আগামীকাল লঞ্চ হচ্ছে। ফ্ল্যাগশিপ ফোনটি অক্টোবরে চীনে হয়েছিল। ভারতীয় ও গ্লোবাল ভার্সন নভেম্বর 26 চীনের বাইরে আত্মপ্রকাশ করতে চলেছে। এটি দেশীয় বাজারে OnePlus 15, Oppo Find X9 সিরিজ ও Realme GT 8 Pro-এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে। ফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্টে 3D আলট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 144 হার্টজ রিফ্রেশ রেট, 7,000mAh ব্যাটারি, 8000 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, এবং IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা থাকতে পারে। iQOO 15 সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য ফাঁস হয়েছে। চলুন দেখে নিই এটি ভারতে কেমন দামে আসবে বা স্পেসিফিকেশন কেমন হতে পারে।
আইকু ইন্ডিয়ার CEO নিপুন মারিয়া Gadgets 360 এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে iQOO 15 এর সম্ভাব্য দাম ভাগ করে নিয়েছেন। তিনি ইঙ্গিত করেছেন, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির দাম লঞ্চ অফার অর্ন্তভুক্ত করে 65,000 থেকে 70,000 টাকার মধ্যে কেনা যেতে পারে। অর্থাৎ, প্রকৃত দাম এর চেয়ে বেশি হবে। তিনি বলেছেন,"আমরা চেষ্টা করবো যাতে গ্রাহকদের জন্য ফোনটি যতটা সম্ভব সাশ্রয়ী রাখা যায়। অফার ধরে 65,000 থেকে 70,000 মতো দাম পড়বে। কারণ অফার কার্ড অনুযায়ী আলাদা হয়।"
iQOO 15 যারা Amazon এবং iQOO ইন্ডিয়া ই-স্টোর থেকে বুক করেছেন, তারা কিছু বিশেষ সুবিধা পাবেন। ক্রেতারা 1,000 টাকার বিনিময়ে একটি লিমিটেড-টাইম প্রায়োরিটি পাস পাবেন। এটি বিনামূল্যে iQOO TWS 1e ইয়ারবাডস ও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি প্রদান করবে। যারা আগে বুক করবেন, তারাই আগে সুযোগ পাবেন।
iQOO 15 চীনে যে যে স্পেসিফিকেশনের সঙ্গে উপলব্ধ, ভারতীয় ভেরিয়েন্টে সেই একই কনফিগারেশন থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনটির সামনে একটি 6.85 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। ডিভাইসটি ভারতে 12 জিবি ও 16 জিবি র্যাম এবং 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভার্সনে আসতে পারে।
ফোনটির পিছনে ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং 100x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এতে 100W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
CES 2026: Asus ProArt PZ14 With Snapdragon X2 Elite SoC Launched Alongside Zenbook Duo and Zenbook A16
Lenovo Legion Go 2 SteamOS Version Revealed at CES 2026, Will Be Available From June 2026