iQOO 15 তুলনামুলকভাবে কিছুটা কম দামে একটি প্রিমিয়াম ফোনের মতো ফিচার্স ও পারফরম্যান্স প্রদান করে।
Photo Credit: iQOO
iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে
iQOO 15 গতকাল চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম স্মার্টফোন যা Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত। ফোনটিকে ফ্ল্যাগশিপ কিলার হিসেবে বাজারে এনেছে সংস্থা। সহজ কথায় বললে, এটি তুলনামুলকভাবে কিছুটা কম দামে একটি প্রিমিয়াম ফোনের মতো ফিচার্স ও পারফরম্যান্স প্রদান করবে। iQOO 15-এর বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 144 হার্টজ ডিসপ্লে, 8K ভেপার চেম্বার (VC) আইস ডোম কুলিং সিস্টেম, Q3 গেমিং চিপ, 7,000mAh ব্যাটারি, ওয়্যারলেস ফাস্ট চার্জিং, RGB লাইটিং, 3D আলট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, NFC, IR (ইনফ্রারেড) ব্লাস্টার, ও IP68 + IP69 জলরোধী রেটিং।
আইকুর নতুন প্রিমিয়াম ফোনে 6.85 ইঞ্চি কার্ভড LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, ডলবি ভিশন, 2,600 নিট ব্রাইটনেস (HBM মোড), 6,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, ও DC ডিমিং সাপোর্ট করে। এই প্যানেলটি তৈরি করেছে Samsung। ডিসপ্লেকে আই-ফ্রেন্ডলি করে তোলার জন্য, ফোনটি TÜV Rheinland ফ্লিকার-ফ্রি, লো ব্লু লাইট, ও গেমিং আই প্রোটেকশন সার্টিফিকেট অফার করে। এতে একটি স্ট্যান্ডার্ড অ্যান্টি রিফ্লেকশন কোটিং রয়েছে যার ফলে সূর্যের নিচে ও উজ্জ্বল আলোয় ডিসপ্লে স্পষ্ট দেখা যাবে।
আইকু 15 স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে৷ এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। প্রধান প্রসেসরকে চাপমুক্ত রাখতে ও দুর্দান্ত গেম খেলার অভিজ্ঞতা দিতে কোম্পানি তাদের নিজস্ব Q3 গেমিং চিপ ব্যবহার হয়েছে। ডিভাইসটিতে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে। এটি চীনে Android 16 নির্ভর OriginOS 6.0 কাস্টম সফটওয়্যারে চলবে।
iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, আলট্রাওয়াইড লেন্স সহ 50 মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর, এবং 3x টেলিফটো লেন্স সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। হ্যান্ডসেটটির সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
এছাড়াও, স্মার্টফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে স্মার্ট বাইপাস চার্জিং, 14,000 বর্গ মিমি হিট ট্রান্সফার এরিয়া, ফুল-সিন রে ট্রেসিং, 1511 ওয়ার ড্রাম মাস্টার স্পিকার, লাইভ ফটো ও AI ভিজ্যুয়াল এফেক্ট, 85 মিমি রেসিং পোট্রেট মোড উল্লেখযোগ্য।
চীনে iQOO 15-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,199 ইউয়ান (প্রায় 51,800 টাকা)। অন্য দিকে, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 4,499 ইউয়ান (প্রায় 55,500 টাকা), 4,699 ইউয়ান (প্রায় 57,500 টাকা), 5,299 ইউয়ান (প্রায় 65,900 টাকা)।
এছাড়াও, ফোনটির 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ এবং কিংস কালেক্টর'স এডিশনের (16 জিবি + 512 জিবি) দাম 5,499 ইউয়ান (প্রায় 67,800 টাকা) রাখা হয়েছে। । উল্লেখ্য, এটি নভেম্বরে ভারতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন