কম দামে প্রিমিয়াম ফোন, লঞ্চ হল ফ্ল্যাগশিপ কিলার iQOO 15, আছে 7,000mAh ব্যাটারি

iQOO 15 তুলনামুলকভাবে কিছুটা কম দামে একটি প্রিমিয়াম ফোনের মতো ফিচার্স ও পারফরম্যান্স প্রদান করে।

কম দামে প্রিমিয়াম ফোন, লঞ্চ হল ফ্ল্যাগশিপ কিলার iQOO 15, আছে 7,000mAh ব্যাটারি

Photo Credit: iQOO

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে

হাইলাইট
  • iQOO 15 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে
  • স্মার্টফোনটিতে 100W ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে
  • iQOO 15-এর অভ্যন্তরে 8K ভেপার চেম্বার আইস ডোম কুলিং সিস্টেম আছে
বিজ্ঞাপন

iQOO 15 গতকাল চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম স্মার্টফোন যা Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত। ফোনটিকে ফ্ল্যাগশিপ কিলার হিসেবে বাজারে এনেছে সংস্থা। সহজ কথায় বললে, এটি তুলনামুলকভাবে কিছুটা কম দামে একটি প্রিমিয়াম ফোনের মতো ফিচার্স ও পারফরম্যান্স প্রদান করবে। iQOO 15-এর বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 144 হার্টজ ডিসপ্লে, 8K ভেপার চেম্বার (VC) আইস ডোম কুলিং সিস্টেম, Q3 গেমিং চিপ, 7,000mAh ব্যাটারি, ওয়্যারলেস ফাস্ট চার্জিং, RGB লাইটিং, 3D আলট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, NFC, IR (ইনফ্রারেড) ব্লাস্টার, ও IP68 + IP69 জলরোধী রেটিং।

iQOO 15 ডিসপ্লে স্পেসিফিকেশন

আইকুর নতুন প্রিমিয়াম ফোনে 6.85 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, ডলবি ভিশন, 2,600 নিট ব্রাইটনেস (HBM মোড), 6,000 নিট পিক ব্রাইটনেস, ও DC ডিমিং সাপোর্ট করে। এই প্যানেলটি তৈরি করেছে Samsung। ডিসপ্লেকে আই-ফ্রেন্ডলি করে তোলার জন্য, ফোনটি TÜV Rheinland ফ্লিকার-ফ্রি, লো ব্লু লাইট, ও গেমিং আই প্রোটেকশন সার্টিফিকেট অফার করে। এতে একটি স্ট্যান্ডার্ড অ্যান্টি রিফ্লেকশন কোটিং রয়েছে যার ফলে সূর্যের নিচে ও উজ্জ্বল আলোয় ডিসপ্লে স্পষ্ট দেখা যাবে।

iQOO 15 প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি, চার্জিং, সফটওয়্যার

আইকু 15 স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে৷ এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। প্রধান প্রসেসরকে চাপমুক্ত রাখতে ও দুর্দান্ত গেম খেলার অভিজ্ঞতা দিতে কোম্পানি তাদের নিজস্ব Q3 গেমিং চিপ ব্যবহার হয়েছে। ডিভাইসটিতে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে। এটি চীনে Android 16 নির্ভর OriginOS 6.0 কাস্টম সফটওয়্যারে চলবে।

iQOO 15 ক্যামেরা স্পেসিফিকেশন ও অন্যান্য ফিচার্স

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রাওয়াইড লেন্স, এবং একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। হ্যান্ডসেটটির সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

এছাড়াও, স্মার্টফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে স্মার্ট বাইপাস চার্জিং, 14,000 বর্গ মিমি হিট ট্রান্সফার এরিয়া, ফুল-সিন রে ট্রেসিং, 1511 ওয়ার ড্রাম মাস্টার স্পিকার, লাইভ ফটো ও AI ভিজ্যুয়াল এফেক্ট, 85 মিমি রেসিং পোট্রেট মোড উল্লেখযোগ্য।

iQOO 15 দাম 

চীনে iQOO 15-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,199 ইউয়ান (প্রায় 51,800 টাকা)। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 4,499 ইউয়ান (প্রায় 55,500 টাকা), 4,699 ইউয়ান (প্রায় 57,500 টাকা), 5,299 ইউয়ান (প্রায় 65,900 টাকা)।

এছাড়াও, ফোনটির 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ এবং কিংস কালেক্টর'স এডিশনের (16 জিবি + 512 জিবি) দাম 5,499 ইউয়ান (প্রায় 67,800 টাকা) রাখা হয়েছে। । উল্লেখ্য, এটি নভেম্বরে ভারতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme-এর প্রথম 10,000mAh ব্যাটারি ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  2. Amazon Great Republic Day সেলে 45 শতাংশ ছাড়ে বিক্রি হবে ল্যাপটপ ও ট্যাব
  3. 10,000mAh ব্যাটারির Realme স্মার্টফোন ভারতে জানুয়ারি মাসেই লঞ্চ হতে পারে
  4. অনবদ্য ক্যামেরার সাথে Oppo Reno 15 সিরিজ 5G-এর সেল শুরু, ক্রেতাদের জন্য গুচ্ছের অফার
  5. Poco M8 5G সেল অফারে 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, দাম বাড়ার আগে কিনে ফেলুন
  6. Samsung Galaxy A07 5G সস্তায় 6 বছর Android আপডেট ও 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. AI দৌড়ে হেরে গিয়ে Google-এর হাত ধরল Apple, এবার সিরির মগজে বসছে Gemini
  8. Vivo X200T স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ হল, ট্রিপল Zeiss ক্যামেরার সাথে শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  9. Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপে বাম্পার ছাড়, 7,500 টাকার কমে মিলবে ফোন
  10. 1 কোটি 75 লক্ষ Instagram ইউজারের তথ্য ফাঁসের ঘটনাকে ভুয়ো খবর বললো Meta
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »