iQOO 15 আজ থেকে Amazon এবং iQOO ইন্ডিয়া ই-স্টোর থেকে বুক করা যাচ্ছে।
Photo Credit: iQOO
iQOO 15 Features Triple Rear Cameras
iQOO 15 ভারতে নভেম্বর 26 লঞ্চ হচ্ছে। এটি ভিভোর সাব-ব্র্যান্ডটির সর্বাধুনিক স্মার্টফোন যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত। আজ থেকে ফোনটির অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছে সংস্থা। পূর্বসূরী iQOO 13-এর তুলনায় iQOO 15 একঝাঁক আপগ্রেডের সঙ্গে এসেছে। হার্ডওয়্যারের মধ্যে ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা সিস্টেম, ব্যাটারি, এবং অন্য দিকে, সফটওয়্যার পলিসিতেও চমক রয়েছে। 8000 স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 2K ডিসপ্লে, ডুয়াল-Axis ভাইব্রেশন মোটর, 7,000mAh ব্যাটারি, ও IP68 + IP69-স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতা ফোনটির অন্যতম আকর্ষণ।
iQOO 15 আজ থেকে Amazon এবং iQOO ইন্ডিয়া ই-স্টোর থেকে বুক করা যাবে। ক্রেতাদের জন্য একটি লিমিটেড-টাইম প্রায়োরিটি পাস ঘোষণা করেছে ব্র্যান্ড। এই পাসের সঙ্গে iQOO TWS 1e ইয়ারবাডস এবং এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি মিলবে। যারা আগে বুক করবেন, তারাই আগে সুযোগ পাবেন।
আইকু ইন্ডিয়ার CEO নিপুন মারিয়া Gadgets 360 এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে iQOO মডেলটির সম্ভাব্য দাম ও আরও বেশ কিছু তথ্য ভাগ করে নিয়েছেন। তিনি ইঙ্গিত করেছেন, ফ্ল্যাগশিপ ফোনটির দাম লঞ্চ অফার অর্ন্তভুক্ত করে 65,000 থেকে 70,000 টাকার মধ্যে থাকবে। অর্থাৎ, প্রকৃত দাম এর চেয়ে বেশি হবে।
তিনি আমাদের বলেছেন, "আমরা চেষ্টা করবো যাতে গ্রাহকদের জন্য ফোনটি যতটা সম্ভব সাশ্রয়ী রাখা যায়। অফার ধরে 65,000 টাকা থেকে 70,000 টাকা মতো দাম পড়বে। কারণ, অফার কার্ড অনুযায়ী আলাদা হয়।" উল্লেখ্য, OnePlus 15, Oppo Find X8, Find X8 Pro, Realme GT 8 Pro — অক্টোবরে ভারতে লঞ্চ হওয়া সবকটি প্রিমিয়াম ফোন 70,000 টাকার বেশি দামে এসেছে। এর পিছনে প্রধান কারণ মেমোরি চিপের দাম বৃদ্ধি।
স্পেসিফিকেশনের কথা বললে, আইকু 15 ফ্ল্যাগশিপের চীনা মডেলে 6.85 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,000 নিট পিক ব্রাইটনেস, এবং ডলবি ভিশন সমর্থন করে৷ ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে৷ এতে 7,000mAh ব্যাটারি রয়েছে যা 100W ওয়্যার্ড, 40W ওয়্যারলেস চার্জিং, এবং বাইপাস চার্জিং অফার করে।
ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং 3x টেলিফটো লেন্স ও 100x ডিজিটাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি Android 16 নির্ভর OriginOS 6.0 কাস্টম স্কিনে চলে। ভারতীয় ভ্যারিয়েন্টেও সমস্ত বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন