OnePlus 15 স্মার্টফোনে প্রাইমারি প্রসেসর ছাড়াও, G2 Wi-Fi চিপ এবং একটি টাচ রেসপন্স চিপ রয়েছে।
OnePlus 15 Become India's First Smartphone to Feature the Snapdragon 8 Elite Gen 5 Chip
OnePlus 15 অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করেছে। প্রাইমারি প্রসেসরের পাশাপাশি, এতে G2 Wi-Fi চিপ ও একটি টাচ রেসপন্স চিপ রয়েছে। ফোনটি ওয়ানপ্লাসের প্রথম 7,300mAh ব্যাটারিযুক্ত ফ্ল্যাগশিপ মডেল। ফোনে কোম্পানির নিজস্ব DetailMax ইমেজিং সিস্টেম দেওয়া হয়েছে। OnePlus 15 এর সেরা ফিচাগুলির মধ্যে রয়েছে 165 হার্টজ ডিসপ্লে, IP69, + IP69K-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, 8K ভিডিও রেকর্ডিং সিস্টেম, 360 ডিগ্রি ক্রায়ো-ভেলোসিটি কুলিং সিস্টেম, বাইপাস চার্জিং, হাই-পারফরম্যান্স X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ইত্যাদি।
ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6.78 ইঞ্চি থার্ড জেনারেশন BOE ফ্লেক্সিবল এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন (2772 x 1272 পিক্সেল), 165 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 1,800 নিট পিক ব্রাইটনেস, 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HDR10+ সাপোর্ট করে। ডিসপ্লের চারপাশে মাত্র 1.15 মিমি পুরু বেজেল আছে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ওয়ানপ্লাস 15 ভারতের প্রথম ফোন যা 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম, সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজ, Adreno 840 GPU, G2 ওয়াই-ফাই চিপ ও একটি টাচ রেসপন্স চিপের সঙ্গে যুক্ত। ফোনটিতে 7,300mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, 10W রিভার্স ওয়্যারলেস, এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি 0-50 ও 50-100 শতাংশ চার্জ হতে যথাক্রমে 15 মিনিট এবং 40 মিনিট সময় লাগে।
Photo Credit: OnePlus
OnePlus 15 এর ক্যামেরায় সিগনেচার হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং আর নেই। আসলে সুইডিশ ব্র্যান্ডটির হাত ছেড়ে নতুন ফ্ল্যাগশিপ মডেলের জন্য নিজস্ব ইমেজিং ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। হ্যান্ডসেটটি সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে পারে।
স্মার্টফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। ফোনটি Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম স্কিনে রান করবে।
OnePlus 15 এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ কনফিগারেশন আছে। এছাড়াও, 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছে। তবে HDFC ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ, দুই মডেলের দাম যথাক্রমে 68,999 টাকা এবং 75,499 টাকায় নেমে আসবে।
ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ আল্ট্রাভায়োলেট, স্যান্ড স্ট্রোম, ও ইনফিনিট ব্ল্যাক কালার অপশনে কেনা যাচ্ছে। আজ রাত আটটা থেকে ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট এবং Amazon প্ল্যাটফর্মে সেল শুরু হবে। লিমিটেড পিরিয়ড অফারের অধীনে ক্রেতাদের বিনামূল্যে Nord Buds 3 দেওয়া হবে। ফোনটির সঙ্গে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি এবং 180 দিনের রিপ্লেসমেন্ট প্ল্যান উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন