Realme Narzo 90 5G ও Realme Narzo 90x 5G অ্যামাজনে বিক্রি হবে।
Photo Credit: Amazon
Realme Narzo 90 Series will be equipped with a 7,000mAh battery
Realme Narzo 70 Series যে ভারতে ডিসেম্বর 16 লঞ্চ হচ্ছে, তা ইতিমধ্যেই ঘোষণা করেছে কোম্পানি। ব্র্যান্ডটি আরও জানিয়েছে, এই লাইনআপের অধীনে Realme Narzo 90 5G ও Realme Narzo 90x 5G বাজারে আসবে। ফোনগুলি অ্যামাজনে বিক্রি হবে। দুই ফোনের ডিজাইন অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করেছে তারা। এবার এক এক করে Realme Narzo 70 সিরিজের ফিচার্স সামনে আসতে শুরু করেছে। ফোনগুলির মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে 7,000mAh টাইটান ব্যাটারি ও 60W ফাস্ট চার্জিং। এছাড়াও, AI Edit Genie এবং AI Editor-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার্স পাওয়া যাবে।
রিয়েলমি নারজো 90 সিরিজের জন্য বিশেষভাবে তৈরি অ্যামাজনের একটি মাইক্রোসাইট থেকে ফোনগুলির বিভিন্ন তথ্য প্রকাশ হয়েছে। যার মধ্যে রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং স্পিড, ক্যামেরা কনফিগারেশন, ও ডিসপ্লে ফিচার্স। দুই ফোনের সামনে একটি হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে সেলফি ক্যামেরা বসানো থাকবে।
রিয়েলমি নারজো 90 5G-এর ডিসপ্লে 4,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। অন্য দিকে, নারজো 90এক্স 5G মডেলটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,200 নিট ব্রাইটনেস-যুক্ত ডিসপ্লের সঙ্গে আসতে চলেছে। উভয় স্মার্টফোনে 7,000mAh ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি থাকবে। এটি 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করবে।
Realme Narzo 90 5G-এর ব্যাটারি ফুল চার্জে 8.1 ঘন্টা গেমিং, 28.2 ঘন্টা ভিডিও কলিং, 143.7 ঘন্টা মিউজিক প্লেব্যাক, এবং 24 ঘন্টা অনলাইন ভিডিও প্লেব্যাক সাপোর্ট করবে। এতে বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার থাকবে। অন্য দিকে, Narzo 90x 5G এক চার্জে 17.1 ঘন্টা নেভিগেশন, 23.6 ঘন্টা অনলাইন ভিডিও প্লেব্যাক, 27.7 ঘন্টা মেসেজিং, 61.3 ঘন্টা কলিং, এবং 136.2 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে।
Realme Narzo 90 5G ও Realme Narzo 90x 5G উভয় মডেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে। ফোনগুলিতে এআই এডিট জেনি, এআই এডিটর, এআই ইরেজার, এবং এআই আল্ট্রা ক্লারিটির মতো AI টুলস মিলবে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে IP66, IP68, ও IP69-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা থাকবে।
প্রসঙ্গত, Realme 16 Pro Series ভারতে শীঘ্রই লঞ্চ হচ্ছে। গতকাল রিয়েলমি প্রথম টিজার প্রকাশ করেছে। এই সিরিজে Realme 16 Pro এবং Realme 16 Pro+ আসতে পারে বলে জানা গেছে। Realme 15 এবং 15 Pro চলতি বছরের জুলাই মাসে এ দেশে এসেছিল। Realme 16 Pro সিরিজ 2026-এর জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Realme 16 Pro মডেলে Android 16, OLED ডিসপ্লে, 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন