এই লাইনআপে Realme 16 Pro এবং Realme 16 Pro+ আসতে পারে।
Photo Credit: Realme
Realme 16 Pro Series could include a Pro and a Pro+ model
Realme 16 Pro Series ভারতে শীঘ্রই লঞ্চ হচ্ছে। আজ রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন সিরিজের প্রথম টিজার প্রকাশ করেছে। এই লাইনআপে Realme 16 Pro এবং Realme 16 Pro+ মডেল আসতে পারে বলে জানা গেছে। যদিও সংস্থা এখনও জানায়নি যে তারা দু'টি নাকি তিনটি ফোন আনবে। Realme 15 এবং Realme 15 Pro চলতি বছরের জুলাই মাসে এ দেশে এসেছিল। Realme 16 Pro সিরিজ 2026-এর জানুয়ারিতে লঞ্চ হতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Realme 16 Pro মডেলে OLED ডিসপ্লে, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 OS থাকতে পারে।
রিয়েলমি 16 প্রো সিরিজের টিজারে একটি স্লিম ফোনকে পাশ থেকে দেখা গেছে। ফোনটিতে সোনালী আভাযুক্ত ফ্রেম ও পিছনে সামান্য উঁচু হয়ে থাকা ক্যামেরা মডিউল নজরে আসছে। এটি রিয়েলমি 16 প্রো অথবা রিয়েলমি 16 প্রো+ মডেলগুলির মধ্যে একটি হবে বলে ধারণা করা হচ্ছে। কোম্পানি এখনও লঞ্চ তারিখ বা কোনও ফিচার্স প্রকাশ করেনি, তবে বিভিন্ন সূত্র থেকে সংশ্লিষ্ট তথ্যগুলি ফাঁস হয়েছে।
Realme 16 Pro সিরিজ ভারতে ফেব্রুয়ারি 6 লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। বেস মডেল 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনে উপলব্ধ হবে।Realme 16 Pro গ্রে, গোল্ড, ও পার্পল রঙের বিকল্পে পাওয়া যাবে।
ফোনটির সামনে 6.78 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সমর্থন করবে। এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেখা যেতে পারে। যেখানে Realme 15 Pro মডেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে।
Realme 16 Pro ও Realme 16 Pro+ উভয় মডেলে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 7,000mAh ব্যাটারি থাকতে পারে। ফোনগুলো লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া, Pro+ ভ্যারিয়েন্টে একটি টেলিফটো লেন্স পাওয়া যেতে পারে।
প্রসঙ্গত, Realme Narzo 90 সিরিজ ভারতে ডিসেম্বর 16 লঞ্চ হচ্ছে। এই লাইনআপে Narzo 90 ও Narzo 90x অর্ন্তভুক্ত থাকবে। Narzo 90 মডেলটি 6.78 ইঞ্চি FHD+ ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, Dimensity 7300 প্রসেসর, 6,500mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Game Awards' Mystery Statue Reportedly Relates to New Divinity Game From Larian Studios