Realme 16 Pro পূর্বসূরী Realme 15 Pro-এর তুলনায় একাধিক ডিপার্টমেন্টে আপগ্রেড অফার করবে।
Photo Credit: Realme
Realme 16 Pro is expected to succeed the Realme 15 Pro (pictured)
Realme 16 Pro এর সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে। Realme 15 এবং Realme 15 Pro জুলাইয়ের শেষে ভারতে লঞ্চ হয়েছিল। রিয়েলমি এবার ফোনগুলির উত্তরসূরীর উপর কাজ শুরু করে দিয়েছে। ফোনটির মেমোরি কনফিগারেশন ও কালার অপশন আগেই ফাঁস হয়েছে। আর এখন প্রায় সমস্ত স্পেসিফিকেশন সামনে এসেছে৷ Realme 16 Pro মডেলের বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকছে OLED ডিসপ্লে, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Android 16 OS। এটি পূর্বসূরী Realme 15 Pro-এর তুলনায় একাধিক ডিপার্টমেন্টে আপগ্রেড অফার করবে। চলুন দেখে নিই আসন্ন ফোনটিতে কী কী থাকতে চলেছে।
Realme 16 Pro এর ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর RMX5120। ফোনটির চীনা ভ্যারিয়েন্ট RM5121 মডেল নম্বর সহ চীনের TENAA সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গিয়েছে। এটি 8 জিবি, 12 জিবি, 16 জিবি র্যাম ও 128 জিবি, 256 জিবি, 512 জিবি, এবং 1 টিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। তবে ভারতে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনে উপলব্ধ হবে।
রিয়েলমি 16 প্রো গ্রে, গোল্ড, ও পার্পল রঙের বিকল্পে পাওয়া যাবে। ফোনটির সামনে 6.78 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন অফার করবে। ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ফোনে কোন প্রসেসর ব্যবহার করা হবে, তা উল্লেখ করা হয়নি। তবে চিপটির পিক ক্লক স্পিড 2.5 গিগাহার্টজ থাকবে।
Realme 16 Pro এর পিছনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। তুলনাস্বরূপ, Realme 15 Pro মডেলে 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। পূর্বসূরীর মতো উত্তরসূরী মডেলেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার কথা জানা গিয়েছে।
Realme 15 এবং Realme 15 Pro উভয় স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সমর্থন আছে। আসন্ন মডেলেও একই বৈশিষ্ট্য ধরে রাখা হবে। এছাড়া, ফোনটি নতুন Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। ডিভাইসটির লঞ্চ টাইমলাইন শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, জুলাইয়ে লঞ্চ হওয়ার সময় Realme 15 Pro 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম ছিল যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা। অন্য দিকে, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য ছিল যথাক্রমে 35,999 টাকা ও 38,999 টাকা। আবার প্রতিটি মডেলে 3,000 টাকা ছাড় ছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nubia Fold, Nubia Flip 3 Leaked Renders Reveal Design and Colour Options