Realme GT 8 Pro ভারতে ভারতে নভেম্বর 20 দুপুর বারোটার সময় লঞ্চ হবে। এটি আরবান ব্লু ও ডেয়ারি হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে।
Photo Credit: Realme
Realme GT 8 Pro Features a Modular Camera Island
Realme GT 8 Pro ভারতে নভেম্বর 20 লঞ্চ হচ্ছে। আজ সংস্থার তরফে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জানিয়ে রাখি, গত মাসে ফ্ল্যাগশিপ ফোনটি Realme GT 8-এর সঙ্গে চীনে রিলিজ হয়েছে। রিয়েলমি এ দেশে স্ট্যান্ডার্ড মডেল আনবে কিনা, সেই ব্যাপারে এখনও কিছু বলেনি। Realme GT 8 Pro ফ্লিপকার্টে বিক্রি হবে। স্মার্টফোনটির ভারতীয় ভার্সনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, Hyper Vision+ AI চিপ, 7,000mAh ব্যাটারি, 144 হার্টজ রিফ্রেশ রেট, 7,000 নিট পিক ব্রাইটনেস, 2K রেজোলিউশন ডিসপ্লে, Android 17-নির্ভর Realme UI 7.0, ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা নিশ্চিত করা হয়েছে।
রিয়েলমি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছে, Realme GT 8 Pro ভারতে নভেম্বর 20 দুপুর বারোটার সময় লঞ্চ হবে। এই ফোন আরবান ব্লু ও ডেয়ারি হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। এটি বিশ্বের প্রথম মডিউলার ক্যামেরা আইল্যান্ডযুক্ত ফোন। অর্থাৎ, আপনি ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো পাল্টাতে পারবেন।
ফোনটির সাথে গোল, চৌকো এমনকি রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা মডিউল পাওয়া যাবে। প্রতিটি মডিউলে আলাদা ডিজাইন ও ইউনিক কালার কনট্রাস্ট থাকবে। রিয়েলমি জিটি 8 প্রো এর আরও বেশ কিছু ফিচার্স কনফার্ম করা হয়েছে। এটি Ricoh GR-এর সহযোগিতায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা, হ্যাপটিক মোটর, 7000 স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম ও সিমেট্রিকাল স্পিকারের সঙ্গে আসবে।
Photo Credit: Realme
প্রসঙ্গত, Realme GT 8 Pro এর চাইনিজ ভেরিয়েন্টে 6.79 ইঞ্চি AMOLED LTPO ডিসপ্লে আছে। এটি ডলবি ভিশন সাপোর্ট করে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
রিয়েলমির এই ফোন 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। এটি IP68 + IP69-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, 50W ওয়্যারলেস চার্জিং, ও আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। উল্লেখ্য, Realme GT 8 Pro এর দাম চীনে 3,999 ইউয়ান থেকে শুরু হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 49,800 টাকার সমান। পূর্বসূরী Realme GT 7 Pro ভারতে 59,999 টাকা (12 + 256 জিবি) দামে লঞ্চ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Canon EOS R6 Mark III Mirrorless Camera With 32.5-Megapixel Sensor Launched in India: Price, Features