Realme GT 8 Pro ভারতে 7,000 নিট পিক ব্রাইটনেস এবং 2K ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে।
Photo Credit: Realme
Realme GT 8 Pro Launching in India With Ricoh GR-Tuned Camera
বর্তমানে Realme GT 8 Pro স্মার্টফোনটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এটি স্টাইলিশ ডিজাইন এবং চোখ ধাঁধানো ফিচার্সের সঙ্গে গত সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। রিয়েলমি তাদের ফ্ল্যাগশিপ ফোনটি নভেম্বরে ভারতে আনবে বলে ঘোষণা করেছে, তবে তারিখ জানায়নি। যদিও রিপোর্ট বলছে, দিনটি হল নভেম্বর 20। এদিকে, সংস্থাটি আসন্ন মডেলের বিভিন্ন তথ্য প্রকাশ্যে আনতে শুরু করেছে। এটি ব্র্যান্ডের প্রথম ফোন যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। হ্যান্ডসেটটি 7,000 নিট সর্বোচ্চ ব্রাইটনেস ও 2K ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হবে, যা তার চাইনিজ মডেলের মতোই।
Realme GT 8 Pro মডেলটির পারফরম্যান্স বোঝাতে গিয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছে সংস্থা। ফোনটির অন্যতম আকর্ষণ হল 2K রেজোলিউশন ও 7,000 নিট পিক ব্রাইটনেস যুক্ত ডিসপ্লে। জানিয়ে রাখি, চাইনিজ এডিশনে 6.79 ইঞ্চি AMOLED LTPO ডিসপ্লে রয়েছে, যা 2K বা QHD+ (1,440x3,136 পিক্সেল) রেজোলিউশন, DC ডিমিং, HDR, ডলবি ভিশন, ও 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
রিয়েলমি জিটি 8 প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ও হাইপার ভিশন+ AI চিপ থাকার কথা ঘোষণা করেছে কোম্পানি। আজ নতুন টিজারে 7,000 এমএএইচ ব্যাটারি, 120 ওয়াট ওয়্যার্ড, ও 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং নিশ্চিত করা হয়েছে। এটি চীনেও একই বৈশিষ্ট্য অফার করে।
সংস্থা আরও নিশ্চিত করেছে যে, Realme GT 8 Pro ভারতে Ultra হ্যাপটিক মোটর এবং সিমেট্রিকাল স্পিকারের সঙ্গে আসবে। ফোনটিতে Ricoh GR-এর সহযোগিতায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে কনফার্ম করা হয়েছে। ফোনটির ক্যামেরা ডেকো খুলে আরেকটি ডেকো লাগানো যায়। অর্থাৎ নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করা যেতে পারে৷ এই দেশেও এমন সুবিধা পাওয়া যাবে কিনা, তা এখনও জানা যায়নি।
Performance that looks as good as it feels.
— realme (@realmeIndia) October 31, 2025
With Snapdragon 8 Elite Gen 5 power, Hyper Vision+ AI chip, and a 2K 7000nit display, the #realmeGT8Pro defines performance built to lead.
Know More: https://t.co/8V5VLzDHfN https://t.co/uvEpSlAKND#SnapWithoutRules #realmexRICOHGR… pic.twitter.com/9heHsfGTJG
জানিয়ে রাখি, Realme GT 8 Pro চীনে 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। তবে ভারতে 512 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য, ফোনটির ব্যাক প্যানেলে 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। পিছনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped